শেষ আপডেট: 22nd June 2024 20:16
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বাংলাদেশের নাগরিকদের দারুন সুখবর দিয়েছেন। ভারত সফররত সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে প্রধানমন্ত্রী মোদী জানান, ভারত সরকার চিকিৎসার সুযোগ পেতে আগ্রহী বাংলাদেশিদের জন্য খুব শিগগির ই-মেডিক্যাল ভিসা চালু করবে। এছাড়া, বাংলাদেশের রংপুরে ভারত সরকার একজন সরকারি হাই কমিশনারকে নিয়োগ করবে। তাতে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের ভারতে আসার ভিসা পেতে সুবিধা হবে। তাদের ঢাকা আসার প্রয়োজন হবে না।
তবে ই-মেডিক্যাল ভিসা চালুর সিদ্ধান্ত ওই দেশের মানুষের কাছে খুবই সুখবর বলে মনে করা হচ্ছে। চিকিৎসার জন্য আসা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভরসা করেন কলকাতার হাসপাতালগুলিকে। ভিসা জটিলতায় বিগত কয়েক বছর যাবত অনেকেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করেও আসতে পারেননি। ফলে ব্যবসা মার খেয়েছে কলকাতার হাসপাতালেরও। তবে বাংলাদেশিরা এখন চেন্নাই, জয়পুর, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, হায়দরাবাদ, দিল্লি, মুম্বইয়ের হাসপাতালেও যাচ্ছেন।
বাংলাদেশের নাগরিকেরা অনেক দিন ধরেই অভিযোগ করে আসছেন, ঢাকা-সহ সেদেশের বিভিন্ন শহরে অবস্থিত ভারতীয় দূতবাস/উপ-দূতাবাসগুলি থেকে ভিসা পেতে অনেক সময় চলে যাচ্ছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই-কমিশনার প্রণয় ভার্মা সম্প্রতি একটি অনুষ্ঠানে আশ্বাস দিয়েছেন, ভিসা দ্রুত ইস্যু করতে কার্যকর পদক্ষেপ করা হচ্ছে। প্রসঙ্গত, দুই দেশের মধ্যে অন অ্যারাইভাল ভিসা চালুর ভাবনাও আছে। অর্থাৎ বৈধ পাসপোর্ট-সহ সীমান্ত অতিক্রম করার পর হাতে হাতে ভিসা ইস্যু করা হবে।
সময়ে ভিসা না পাওয়ার প্রভাব কলকাতার বাজারেও পড়েছে। বাংলাদেশের মানুষ কলকাতায় এলে সাধারণত ধর্মতলার আশপাশে হোটেলগুলিতে ওঠেন। সেখানে রুমের চাহিদা কমে গিয়েছে। ইদে নিউ মার্কেটে বাংলাদেশি ক্রেতার সংখ্যাও আগের তুলনায় কমেছে বলে দোকানিদের দাবি।
শনিবার দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকের পর ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীরা যৌথভাবে সাংবাদিকদের মুখোমুখি হন। সফরে সম্পাদিত চুক্তি এবং অন্যান্য বিষয়ে যৌথ বিবৃতিটি পাঠ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ঘোষণায় প্রধানমন্ত্রী ই-মেডিক্যাল ভিসা চালু করার কথা জানান।
সরকারি সূত্রে জানানো হয়েছে, অনলাইনে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র-সহ দরখাস্ত করলে ই-মাধ্যমেই ভিসা ইস্যু করে দেওয়া হবে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আগেই বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করেছে। মনে করা হচ্ছে, ওই সব দেশে চিকিৎসা করাতে যাওয়া বাংলাদেশিরা এখন আরও বেশি করে ভারতকে বেছে নেবে।