Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সৌদি যাওয়ার টোপ! ১২ বছরের পাত্রী, ২০ বছরের বর, গোপন বিয়ের আসরে পুলিশের হানা‘তুমিই আমায় পূর্ণ করেছ!’ আলকারাজ-সিনারের দ্বৈরথের আড়ালে রয়েছে তীব্র প্যাশন, অটুট শ্রদ্ধাইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিন
Defence Surveillance Satellites

মহাকাশে ৫২ ‘চর’ পাঠাচ্ছে ভারত, অন্তরীক্ষ থেকে শ্যেনদৃষ্টিতে নজর চিন-পাকিস্তানের দিকে

উপগ্রহগুলির তোলা ছবি থেকেই নির্দিষ্ট করা হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটিগুলিকে।

মহাকাশে ৫২ ‘চর’ পাঠাচ্ছে ভারত, অন্তরীক্ষ থেকে শ্যেনদৃষ্টিতে নজর চিন-পাকিস্তানের দিকে

গোটা প্রকল্পটি শেষ করে ফেলা হবে ২০২৯ সালের আগে।

শেষ আপডেট: 30 June 2025 10:16

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের সময় গোটা দুনিয়া দেখেছে, কাকে বলে বৈদ্যুতিন যুদ্ধকৌশল। সিগন্যাল জ্যাম করা, রাডারের চোখে ধুলো দেওয়ার কৌশল। ভারত প্রায় ২২ মিনিট যাবৎ পাকিস্তানের প্রতিরক্ষা বিভাগের সমস্ত সিগন্যাল নিজের কবজায় নিয়ে নিয়েছিল। আর এই ২২ মিনিটেরই খেলায় পাকিস্তানের মুখ ভোঁতা করে দিয়েছে ভারতের বিমানবাহিনী। এই অসম্ভব কাজকে সম্ভব করে তুলেছে দেশের বৈদ্যুতিন যুদ্ধ। যার মূল হাতিয়ারগুলি ঘুরছে মহাকাশে। দেশের চর উপগ্রহগুলির কেরামতিতেই এটা সম্ভবপর হয়েছিল।

এই উপগ্রহগুলির তোলা ছবি থেকেই নির্দিষ্ট করা হয়েছিল পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা জয়েশ-ই-মহম্মদ, লস্কর-ই-তোইবা ও হিজবুল মুজাহিদিনের জঙ্গি ঘাঁটিগুলিকে। তাদের একেবারে সঠিক আস্তানার সুলুক সন্ধান। উপগ্রহের ছবি ও গোয়েন্দাদের তথ্য মিলিয়ে খোঁজ মিলেছিল বাহাওয়ালপুর, মুজফফরাবাদ, কোটলি ও সিয়ালকোটের ঘাঁটি। পহলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুর থেকে শিক্ষা নিয়ে এবার ভারত আধুনিকোত্তর যুগের যুদ্ধ কৌশলকে আরও শক্তিশালী করার দিকে এগতে চাইছে।

প্রতিরক্ষা ও বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, চিন ও পাকিস্তানকে নজরবন্দি করতে ভারত ৫২টি গুপ্তচর উপগ্রহ পাঠানোর কাজ খুব দ্রুতগতিতে শুরু করেছে। এগুলির কাজ হবে দুনিয়ার বিভিন্ন দেশ ছাড়াও বিশেষ করে দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত খবরাখবর তুলে দেওয়া। এমনকী এগুলিকে এমনভাবে তৈরি করা হচ্ছে যে, প্রয়োজন পড়লে উপগ্রহকে সামরিক উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে।

মহাকাশ নজরদারিতে জোর দিতে গতবছর অক্টোবরে ভারত সরকার ২৬,৯৬৮ কোটি টাকার বিশাল বাজেট পাশ করেছিল। সেই প্রকল্পেরই অন্তর্গত এই উপগ্রহগুলি। এই প্রকল্পে ইসরো (ISRO) পাঠাবে ২১টি উপগ্রহ। এছাড়া তিনটি বেসরকারি সংস্থা বাকি ৩১টি উপগ্রহ তৈরি ও উৎক্ষেপণের দায়িত্বে থাকবে। এর প্রথম দফায় উপগ্রহ ছাড়া শুরু হবে আগামী বছরের এপ্রিল মাস থেকে। এবং গোটা প্রকল্পটি শেষ করে ফেলা হবে ২০২৯ সালের আগে।

প্রতিরক্ষা মন্ত্রকের অন্তর্গত ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (IDS) এই প্রকল্পের তদারকিতে থাকছে। এই উপগ্রহগুলির কাজই থাকবে চিন, পাকিস্তান ও ভারত মহাসাগরীয় এলাকায় চিল-নজর রাখা। উপগ্রহ চিত্রের ছবি দেখেই দেশের প্রতিরক্ষা বিভাগের কাজকর্মের সুবিধা হবে। আরও অনেক বেশি তথ্য হাতে আসবে সীমান্ত এলাকা সম্পর্কে।


ভিডিও স্টোরি