শেষ আপডেট: 19th September 2024 18:53
দ্য ওয়াল ব্যুরো: আইসিস, আল কায়েদার দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ধরনের জঙ্গি আতঙ্কের মুখোমুখি ভারত। হুঁশিয়ারি দিল অর্থ তছরুপ, জঙ্গি সংগঠনগুলির অর্থ লেনদেন সংক্রান্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ সংস্থা ফ্রান্সের ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। জম্মু-কাশ্মীরে আইসিস এবং আল কায়েদা গোষ্ঠী অর্থ ঢালার বিষয়ে ভারতকে সতর্ক করে এ বিষয়ে গুরুত্ব আরোপ করেছে এফএটিএফ।
বৃহস্পতিবার প্যারিসস্থিত সংস্থার সদর কার্যালয় থেকে বলা হয়েছে, ভারতে অর্থ তছরুপের উৎস সেদেশের ভিতরেই রয়েছে। ভারতের ভিতরেই অবৈধ কার্যকলাপ চলে। ভারত বর্তমানে ইসলামিক স্টেট অথবা আইসিস এবং আল কায়েদার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলির কাছ থেকে বিভিন্ন পদ্ধতিতে আর্থিক লেনদেনের জঙ্গি হুমকির মুখোমুখি।
অর্থ তছরুপ এবং তার বিরুদ্ধে পদক্ষেপের বিষয়ে ভারত মাঝারিমানের কার্যকরী ভূমিকা নিচ্ছে বলে আন্তর্জাতিক নজরদারি সংস্থাটি তাদের সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে, গত ৫ বছরে অর্থ তছরুপের অপরাধে ভারতে দোষী সাব্যস্তের ঘটনা প্রভাবিত হয়েছে সাংবিধানিক প্রতিবন্ধকতা ও আদালত ব্যবস্থার কারণে। কারণ, ভারতের আদালতগুলিতে প্রচুর মামলা বকেয়া পড়ে রয়েছে। বছরের পর বছর ধরে মামলা ঝুলে রয়েছে।
রিপোর্টে উল্লেখ রয়েছে, ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গত পাঁচ বছরে সন্দেহভাজন আর্থিক অপরাধীদের কাছ থেকে ১০৪০ কোটি মার্কিন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করেছে। কিন্তু, দোষী সাব্যস্তের পর বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ মাত্র ৫০ লক্ষ মার্কিন ডলার। এই জটিল বিষয়টি ভারতে ঘটে তার কারণ অভিযুক্ত ব্যক্তির বিচার ও মামলা শেষ হতে দীর্ঘ সময় লেগে যায় বলে।