শেষ আপডেট: 11th March 2025 15:02
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার শুল্ক-বদলার নীতিতে ভারত আমদানি মাশুল কমাতে চলেছে বলে ওভাল অফিস থেকে ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জবাবে নয়াদিল্লি স্পষ্ট ভাষায় জানিয়েছে, এরকম কোনও সিদ্ধান্ত গ্রহণ বা প্রতিশ্রুতি দেওয়া হয়নি। সোমবার বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির সামনে কেন্দ্রীয় বাণিজ্য সচিব সুনীল বর্থওয়াল এই তথ্য জানান। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যে শুল্ক কমাতে রাজি হয়েছে ভারত। সেই দাবি পুরোপুরি না হলেও নস্যাৎ করে দিয়েছে নয়াদিল্লি কর্তৃপক্ষ।
সংসদীয় কমিটির কাছে বাণিজ্য সচিব ব্যাখ্যা করে বলেন, ভারতের সঙ্গে আমেরিকার শুল্ক বিষয়ক আলোচনা এখনও চলছে। এখনও পর্যন্ত কোনও বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি। সংসদীয় কমিটির বেশ কয়েকজন সদস্য ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাঁরা স্পষ্টভাবে সরকারের অবস্থান ও বক্তব্য জানতে চেয়েছিলেন। বর্থওয়াল জানিয়েছেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আলোচনা এখনও চলছে। শুল্কনীতি নিয়ে আমেরিকাকে এ পর্যন্ত ভারত কোনও প্রতিশ্রুতি দেয়নি।
একইসঙ্গে দেশের অবস্থান স্পষ্ট করে দিয়ে তিনি সদস্যদের আশ্বস্ত করে জানান, আলোচনা চললেও বাণিজ্য চুক্তিতে যাতে ভারতের স্বার্থ কোনওভাবে ক্ষুণ্ণ না হয় তাও দেখা হবে। বাণিজ্য সচিব বলেন, ভারত অবাধ বাণিজ্যের পক্ষে। আমরা চাই বাণিজ্যে উদারীকরণ আসুক। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি ঘটবে। বাণিজ্য বৃদ্ধি চাওয়ার কারণে আমরা চাই না শুল্কযুদ্ধ চালু হোক। কেননা এতে কারওরই স্বার্থ রক্ষিত হবে না বরং আর্থিক মন্দা ডেকে আনবে।
কমিটিকে তিনি এই বলে আশ্বস্ত করেন যে, ভারত এলোপাথাড়ি শুল্ক কমাবে না। বিশেষত যে ক্ষেত্রগুলি দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সেগুলিতে তো নয়ই। যাই করা হবে, তাতে যাতে দেশের স্বার্থ সুরক্ষিত থাকে তা দেখেই পদক্ষেপ করা হবে। তিনি বলেন, কানাডা ও মেক্সিকোর পরিস্থিতি অনেক আলাদা। তাদের ক্ষেত্রে সীমান্ত ও অনুপ্রবেশ পৃথক সমস্যা হিসেবে রয়েছে। কিন্তু যে চুক্তি যৌথ সমঝোতার ভিত্তিতে তৈরি হবে, ভারত একমাত্র সেই চুক্তিতেই স্বাক্ষর করবে।