শেষ আপডেট: 3rd January 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: ভারতের দখল করা জমি থেকে হাত তুলে নেওয়ার যৌথ বিবৃতির পরেও ফের লাদাখের কিছুটা অংশ চিন নিজের বলে ঘোষণা করায় শুক্রবার প্রতিবাদ জানাল ভারত। লাদাখের একটি অংশকে চিন তাদের হোতান এলাকার দুটি নতুন তালুক বলে ঘোষণা করায় এদিন প্রতিবাদ জানায় ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা চিনের ঘোষণার কথা শুনেছি। চিন যাকে নিজেদের বলে ঘোষণা করেছে, সেই জায়গা আসলে কেন্দ্রশাসিত এলাকা লাদাখের অংশ।
তিনি আরও বলেন, ভারতের ভূখণ্ড লাদাখে চিনের অবৈধ দখলদারিকে ভারত কোনওভাবেই মেনে নেবে না। চিনের কাছে আমরা কূটনৈতিক পর্যায়ে এর প্রতিবাদ জানিয়েছি। বিদেশ মুখপাত্র আরও বলেন, তিব্বতের সাংপো নদীতে চিনের জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের বিষয়ে কেন্দ্রীয় সরকার সজাগ রয়েছে। তারা তাদের এলাকায় বিদ্যুৎ কেন্দ্র গড়লেও অববাহিকা অঞ্চলের জলের সরবরাহ ঠেকিয়ে রাখা যায় না। আমরা সেকথা বিশেষজ্ঞ স্তরে এবং কূটনৈতিক পথে বেজিংকে জানিয়েছি। ফলে ব্রহ্মপুত্র অববাহিকায় জলের ঘাটতি দেখা দেবে না বলেই অনুমান, তবে নয়াদিল্লি চিনের পদক্ষেপের বিষয়ে সজাগ রয়েছে।
মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টের খবর সম্পর্কেও এদিন প্রতিক্রিয়া জানান জয়সওয়াল। খবরে প্রকাশ, পাকিস্তানে লস্কর-ই-তোইবা ও জয়েশ-ই-মহম্মদের জঙ্গিদের নিশানা করে গুপ্তহত্যা করেছে ভারত। তা নিয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র পড়শি দেশে ঘাপটি মেরে থাকা জঙ্গি দলগুলিকে সতর্ক করে দেন। এ বিষয়ে তিনি প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিনটনের পাকিস্তান প্রসঙ্গে একটি উক্তির কথা তুলে ধরেন। হিলারি বলেছিলেন, কেউ তার বাড়ির পিছনের ঝোপে বিষাক্ত সাপ পোষে না এই মনে করে যে, সাপটি একদিন তার পড়শিকে ছোবল মারবে বলে।
এক প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র মার্কিন সংবাদপত্রের মালদ্বীপ সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন শুক্রবার। খবরে প্রকাশিত হয়েছিল যে, দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জুকে গদি থেকে উৎখাত করতে সেখানকার বিরোধী দল ভারতের কাছে ৬ মিলিয়ন মার্কিন ডলার চেয়েছিল। এই খবরের কোনও সত্যতা নেই, গ্রহণযোগ্য নয় এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেন জয়সওয়াল। মালদ্বীপ ও পাকিস্তান নিয়ে ওয়াশিংটন পোস্টে যা লেখা হয়েছে, তাকে ভারতের প্রতি শত্রুতার বাধ্যবাধকতা বলে ব্যাখ্যা করেন তিনি।