Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
India-Pakistan War

৪ দিনেই পাকিস্তানি বাহিনীর নাক কেটে দিয়েছে ভারত, উপগ্রহ ছবিতেই প্রমাণ: রিপোর্ট

পাকিস্তানের খুবই মূল্যবান সেনাঘাঁটিতে চরম ক্ষয়ক্ষতি করেছে ভারতীয় বাহিনী। 

৪ দিনেই পাকিস্তানি বাহিনীর নাক কেটে দিয়েছে ভারত, উপগ্রহ ছবিতেই প্রমাণ: রিপোর্ট

হাই রেজ্যুলেশন উপগ্রহ ছবি ব্যবহার করে এই সংবাদের সত্যতা তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস।

শেষ আপডেট: 15 May 2025 11:39

দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে ভারত সরকারের দাবিকে মান্যতা দিল আমেরিকার প্রখ্যাত সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে লেখা হয়েছে, পাকিস্তানের খুবই মূল্যবান সেনাঘাঁটিতে চরম ক্ষয়ক্ষতি করেছে ভারতীয় বাহিনী। মাত্র চারদিনের সংঘর্ষে পাকিস্তানের দিকের বেশ কয়েকটি বিমানঘাঁটিকে দুমড়ে দিয়েছে ভারতের বায়ুসেনা।

হাই রেজ্যুলেশন উপগ্রহ ছবি ব্যবহার করে এই সংবাদের সত্যতা তুলে ধরেছে নিউ ইয়র্ক টাইমস। পাঁচ দশকের মধ্যে দুই পরমাণু অস্ত্র শক্তিধর দেশের এরকম বিধ্বংসী সামরিক অভিযান দেখা যায়নি। ভারতের অপারেশন সিঁদুর অভিযানের পর ড্রোন ও অব্যর্থ নিশানাভেদী ক্ষেপণাস্ত্রের মুর্হুমুর্হু হামলায় সকলেই আরও বড় যুদ্ধের আশঙ্কায় ছিলেন। কিন্তু তার আগেই পর্যুদস্ত পাকিস্তান সংঘর্ষ বিরতির প্রস্তাব দেয়। এ বিষয়ে নিউ ইয়র্ক টাইমসের যুদ্ধ বিশেষজ্ঞদের অনুমান, ভারতের নিশানাগুলি কৌশলগত ও প্রভাবের দিক থেকে অনেক বেশি কার্যকরী ছিল।

খবরে বলা হয়েছে, ভারত পাকিস্তানি সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিগুলির নিশানা ভেদে অনেক বেশি নিখুঁত আক্রমণ শানিয়েছে। অন্যদিকে, পাকিস্তানের লড়াই ছিল নামেমাত্র কিছু পাল্টা আক্রমণের মধ্যে সীমাবদ্ধ। নিউ ইয়র্ক টাইমস নির্দিষ্ট তথ্য দিয়ে বলেছে, যেমন- পাকিস্তানের করাচির কাছে ভোলারি বিমানঘাঁটি। উপগ্রহ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, সেখানে একটি বিমান রাখার হ্যাঙ্গারের ব্যাপক ক্ষতি করেছে ভারতীয় বায়ুসেনা।

তার থেকেও গুরুত্বপূর্ণ ক্ষতি হয়েছে পাকিস্তানের নুর কান বিমানঘাঁটির। চারদিনের সংঘর্ষে এটাই ছিল ভারতের জয়ের মূল পুঁজি। নিউ ইয়র্ক টাইমসের ভাষায়, সবথেকে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি যার বিপুল ক্ষতি হয়েছে ভারতের হানায়। পাকিস্তানের সেনা সদর কার্যালয়ের খুব কাছে অবস্থিত এই বিমানঘাঁটি। তার থেকেও গুরুত্বপূর্ণ ছিল, এই বিমানঘাঁটির খুব কাছেই ছিল পাকিস্তানের পরমাণু কমান্ডের পরিকাঠামো।

নিউ ইয়র্ক টাইমসের মতে, ভারত এছাড়াও পাকিস্তান জুড়ে আরও কয়েকটি বায়ুসেনা পরিকাঠামো গুঁড়িয়ে দিয়েছে। তার মধ্যে রয়েছে রহিময়ার খান ও সারগোদা ঘাঁটির রানওয়ে। উপগ্রহ চিত্রে এগুলির ক্ষয়ক্ষতিও তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। ১০ মে পাকিস্তান এক বিবৃতিতে রহিময়ার খানের রানওয়ে গুঁড়িয়ে দেওয়ার কথা স্বীকার করা হয়।

অন্যদিকে, উধমপুর সহ ভারতের বেশ কয়েকটি ভারতীয় ঘাঁটির ক্ষতি করার দাবির কোনও বিশ্বাসযোগ্য উপগ্রহ চিত্র মেলেনি। ১২ মে-র একটি ছবিতে কোনও ক্ষতির প্রমাণ দেখা যায়নি। পাকিস্তান পাল্টা হানাদারির যে প্রচার চালিয়ে গিয়েছে, তার একটিও প্রামাণ্য ছবি উপগ্রহ চিত্রে মেলেনি। যেমন- পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিরও কোনও ক্ষতি হয়নি। বরং, সংঘর্ষ বিরতির পর ওই বিমানঘাঁটিতেই গিয়ে পাকিস্তানকে মিথ্যা প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


ভিডিও স্টোরি