শেষ আপডেট: 28th December 2023 20:57
দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তথা লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা সন্ত্রাসবাদী হাফিজ সঈদকে ভারতে প্রত্যর্পণের জন্য পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাল ভারত সরকার। সূত্রের খবর, হাফিজকে ফেরানোর জন্য আইনি কার্যকলাপ শুরু করার অনুরোধ করে পাকিস্তান সরকারের কাছে ইতিমধ্যেই ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে।
ভারতের 'মোস্ট ওয়ান্টেড' সন্ত্রাসবাদীদের তালিকায় দীর্ঘদিন ধরেই নাম রয়েছে হাফিজের। ২০০৮ সালে মুম্বই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠলেও ভারতের তরফে তাকে কোনওরকম শাস্তি দেওয়া যায়নি। দিল্লি থেকে দীর্ঘদিন ধরেই এই বিষয়ে পাকিস্তানের কাছে অনুরোধ জানানো হচ্ছিল। কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে সঠিক বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায় হাফিজকে এখনও পর্যন্ত ভারতীয় বিচারব্যবস্থার সম্মুখীন হতে হয়নি।
অভিযুক্ত কুখ্যাত সন্ত্রাসী যদিও তার লস্কর-ই-তৈবার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে, এবং জানিয়েছে মুম্বই হামলার সঙ্গেও তার কোনও যোগ নেই। তবে পাকিস্তান সরকার হাফিজকে একাধিকবার গ্রেফতার করেছে। ২০১৯ সালের জুলাই মাসে প্রথমবার গ্রেফতার করা হয় হাফিজকে।
পাকিস্তানের ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের রিভিউয়ের কয়েক মাস আগেই তাকে ১১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে যদিও ছাড়া পেয়ে যায় সে। গত বছরের এপ্রিল মাসে জানা গিয়েছিল যে পাকিস্তানের একটি আদালত সন্ত্রাসবাদে আর্থিক মদত দেওয়ার অভিযোগে হাফিজকে ৩১ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল।
তবে সে সত্যিই কারাবাসে রয়েছে কিনা তা স্পষ্ট নয়। কয়েকটি রিপোর্টে এ কথাও জানা গিয়েছিল যে ২০১৭ সালে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়ার পর থেকে মুক্ত মানুষ হিসেবেই ঘুরে বেড়াচ্ছে হাফিজ। তবে গত এক দশকে তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে এবং ছেড়ে দেওয়া হয়েছে বলেও খবর মিলেছে।
২০২২ সালে হাফিজ সাইদের ছেলে তালহা সাইদকে ইউএপিএ আইনের অধীনে সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে ভারত সরকার। বর্তমানে তালহা তার বাবার তৈরি রাজনৈতিক দল পাকিস্তান মারকাজি মুসলিম লীগের ব্যানারে ভোটে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।