শেষ আপডেট: 3rd February 2025 15:51
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্প ভালো ছিল, উনি চেষ্টা করেছিলেন, কিন্তু কার্যকর করতে ব্যর্থ। ভারত নিজস্ব উৎপাদন ক্ষমতা বাড়াতে ব্যর্থ হওয়াতেই বাজার চিনের হাতে চলে গিয়েছে। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় দেশের অর্থনীতি, বৈদেশিক, সীমান্ত সমস্যা, সামাজিক, রাজনৈতিক নানান বিষয়ে মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে তুলোধনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
কংগ্রেস সাংসদ রাহুল এদিন বলেন, লাদাখে চিনা আগ্রাসন নিয়ে প্রধানমন্ত্রী মোদীর দাবির সঙ্গে দেশের সেনাবাহিনীর বক্তব্যের মিল নেই। দুপক্ষের দাবি পরস্পর-বিরোধী। প্রধানমন্ত্রী সকলের সামনে বলে চলেছেন চিনা আগ্রাসন হয়নি। অন্যদিকে, ভারতীয় সেনাবাহিনী বলে চলেছে, আমাদের ৪,০০০ বর্গ কিমি এলাকা দখল করে রয়েছে চিন। রাহুলের বক্তব্যের পাল্টা স্পিকার ওম বিড়লা বলেন, আপনি যা বলছেন তার প্রমাণ দেখাতে হবে সভাকে।
ভাষণের শুরুতেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা রায়বরেলির সাংসদ রাহুল বলেন, আমি রাষ্ট্রপতির ভাষণ পুরোটাই শুনেছি। গত কয়েক বছর ধরে তিনি একই কথা ঘুরিয়ে-ফিরিয়ে বলে চলেছেন। আমরা এই করেছি, এই করেছি, এই করেছি। যে কোনও দেশ চলে উৎপাদন ও খরচের উপর ভর দিয়ে। অথচ, এদেশে রিলায়েন্স, আদানি, টাটা, মাহিন্দ্রা কোম্পানির বাড়বৃদ্ধি ঘটলেও দেশের সর্বমোট কোনও উন্নতি হয়নি। আসলে আমরা দেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে ব্যর্থ হয়েছি। যার সুফল নিয়েছে চিন। আমরা চিনা ফোন ব্যবহার করি, বাংলাদেশি জামা পরি, যার সব লাভের কড়ি নিয়ে যাচ্ছে চিন। রাহুল আরও বলেন, আমাদের তুলনায় যে কোনও বিষয়ে চিন অন্তত ১০ বছর এগিয়ে আছে।