শেষ আপডেট: 22nd October 2024 08:34
দ্য ওয়াল ব্যুরো: খলিস্তানপন্থী শিখ জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতির সংঘাত প্রায় চরম পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে হাতে পেতে পারে ভারত। পাকিস্তানি বংশোদদ্ভূৎত কানাডার বাসিন্দা রানা বর্তমানে আমেরিকার জেলে বন্দি।
গত বছরই ওয়াশিংটনের ফেডারেল আদালত রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয়। তারপর থেকে আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া চলছিল। সম্প্রতি দিল্লিকে মার্কিন দূতাবাস অফিসে ভারত ও আমেরিকার তদন্তকারী সংস্থার শীর্ষস্তরের কর্তা এবং কূটনৈতিক প্রতিনিধিদের বৈঠক হয়। জানা যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে রানকে ভারতের হাতে তুলে দিতে সম্মত হয়েছে আমেরিকা।
কূটনৈতিক মহল মনে করছে, এমন একটা সময় রানাকে হাতে পেতে চলেছে, যা কানাডা ও পাকিস্তানের জন্য যথেষ্ট অস্বস্তিকর হতে চলেছে। বলতে গেলে এক ঢিলে দুই পাখি মারার মতো সুযোগ হাতে পেতে চলেছে ভারত। ২০০৮-এর ২৬ নভেম্বর মুম্বইয়ে যে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের অন্যতম মদতদাতা ছিল রানা। হামলার অন্যতম ষড়যন্ত্রী ছিল মার্কিন নাগরিক ডেভিল কোলম্যান হেডলি। রানা তাঁর ঘনিষ্ঠ। প্রায় দেড় দশক ধরে চেষ্টা চালিয়ে ভারত রানাকে হাতে পেতে চলেছে। আসলে আমেরিকার দুটি আদালত রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার রায় দিয়ে রেখেছে।
ভারত ও আমেরিকার সঙ্গে ১৯৯৭ সালে বন্দি প্রত্যর্পণ চুক্তি হয়। ২০০৮-এ মুম্বই হামলার পর থেকে ভারত রানাকে ফেরত চাইছিল। কিন্তু আমেরিকায় রানার বিরুদ্ধে প্রথম মামলা হয় ২০২০ সালে। তখন থেকে মার্কিন আদালতে দু’বার প্রত্যর্পণের দাবি নিয়ে শুনানি হয়। অবশেষে রানার মতো মুম্বই হামলার অত্যকম চক্রী রানাকে ভারত হাতে পেলে তা কানাডার জন্য বড় ধাক্কা হবে বলেই মনে করা হচ্ছে।