পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিল নয়াদিল্লি।
শেষ আপডেট: 29 April 2025 09:11
দ্য ওয়াল ব্যুরো: একদিকে জঙ্গি নিকেশে সেনার এলিট বাহিনীর চিরুনি তল্লাশি। অন্যদিকে পাকিস্তানের অপপ্রচার বন্ধে দেশীয় ও কূটনৈতিক স্তরে ডিজিটাল যুদ্ধ ভারতের। সোমবার বেশ কয়েকটি পাক ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার পর, মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দিল নয়াদিল্লি। অন্যদিকে, পহলগাম হামলার যোগ্য প্রত্যাঘাত কী হতে পারে, তা ঠিক করতে আগামিকাল, বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয় শীর্ষ বৈঠক বসতে চলেছে।
গত মঙ্গলবার থেকে জঙ্গিদের খোঁজে দিনরাত তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ নিরাপত্তা টিম। যাতে কাজ করছে সেনার এলিট বাহিনী। অত্যন্ত প্রশিক্ষিত কমান্ডো দল। তারই পরিপ্রেক্ষিতে বুধবার প্রধানমন্ত্রী মোদী ফের জরুরি বৈঠকে বসছেন গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে। সূত্রে জানা গিয়েছে, তিন বাহিনীর শীর্ষ আধিকারিকরাও বৈঠকে থাকতে পারেন। তবে বৈঠকের সারবস্তু গোপন রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যাঘাতের সমস্ত রকমের তৎপরতার পাশাপাশি কূটনৈতিক স্তরেও লড়াই চালিয়ে যাচ্ছে ভারত। এছাড়াও পাশাপাশি চলছে ডিজিটাল ওয়ার। সেই লক্ষ্যে এদিনই পাক প্রতিরক্ষামন্ত্রী এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। সূত্রে জানা গিয়েছে, ভুল তথ্য ও ভুয়ো খবর ছড়ানোর জন্য পাক মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবারেই ভারত ১৬টি পাক ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। যাদের মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা ৬ কোটি ৩০ লক্ষ। এই চ্যানেলগুলি থেকেও প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর জন্য যথেষ্ট বলে ব্যাখ্যা করা হয়েছে।