Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা
Lok Sabha Election Results 2024

এখনই সরকার গঠনের দাবি নয়! লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিল 'ইন্ডিয়া'

বিরোধী জোটের সরকার গড়ার আশা আপাতত শেষ হলেও যে লড়াই তারা করেছে সেটাই আগামী দিনে বজায় রাখতে চায়।

এখনই সরকার গঠনের দাবি নয়! লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিল 'ইন্ডিয়া'

ইন্ডিয়া জোটের বৈঠক চলছে - ফাইল চিত্র

শেষ আপডেট: 5 June 2024 16:29

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের ফলপ্রকাশের পর উজ্জীবিত ইন্ডিয়া জোট শিবির। বুধবার দিল্লিতে তারা বৈঠক করেছে। চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার এনডিএ-র সঙ্গে যুক্ত হওয়ায় বিরোধী জোটের সরকার গড়ার আশা আপাতত শেষ হলেও যে লড়াই তারা করেছে সেটাই আগামী দিনে বজায় রাখতে চায়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এমনই বার্তা দিয়েছেন। তবে এখনই যে তারা সরকার গঠনের কোনও দাবি করবেন না, তার ইঙ্গিত মিলেছে। 

বুধবার ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন জোটের সব সদস্যরা। মল্লিকার্জুন খাড়্গে বলেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ করা হবে। এখন যেমন বিজেপি সরকার গড়ছে তেমনই গড়ুক। তবে এই সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইন্ডিয়া জোট। একই সঙ্গে তিনি এও আশ্বাস দেন, যে যে প্রতিশ্রুতির কথা বলা হয়েছে সেগুলি পূরণ করার কাজ করা হবে। 

এখনই সরকার তৈরির চেষ্টা না করলে কবে করবে? খাড়্গে জানান, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা ম্যাজিক ফিগার থেকেও পিছিয়ে। এতএব, সরকার গড়তে গেলে সঠিক সময়ের অপেক্ষা করতে হবে। আপাতত ইন্ডিয়া জোট সেই অপেক্ষাই করবে। ততদিন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ক্রমাগত আন্দোলন হবে। এমনটাই স্পষ্ট করে দেন বর্ষীয়ান কংগ্রেস নেতা। 

বুধবারের যে ছবি ধরা পড়েছে তাতে এই বৈঠকের মধ্যমণি ছিলেন রাহুল গান্ধীই। আর কেনই বা হবেন না। দুটি আসনে দাঁড়িয়ে দুটিতেই বিপুল পরিমাণ ভোটে জিতেছেন তিনি। তাঁর পাশে দেখা যায় অখিলেশ যাদবকে, যার নেতৃত্বে উত্তরপ্রদেশে কার্যত ধরাশায়ী হয়েছে বিজেপি। একই লাইনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুটা দূরেই বসেছিলেন। তাঁর পাশে অবশ্য ছিলেন প্রিয়ঙ্কা গান্ধী। 

বিরোধী শিবির স্পষ্ট বলেছে, দেশ যা রায় দিয়েছে তা একদম নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। তাঁর নেতৃত্বে যে সরকার চলছে তা আর সহ্য করতে পারছেন না দেশের মানুষ। তাঁরা চান এই সরকারকে সরাতে। সেই চেষ্টার শুরু হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতেই মল্লিকার্জুন খাড়্গের বার্তা, ইন্ডিয়া জোট সেই সব দলকে স্বাগত জানাচ্ছে যারা এই বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করতে চায়। 


ভিডিও স্টোরি