শেষ আপডেট: 23rd October 2024 17:03
দ্য ওয়াল ব্যুরো: যুদ্ধের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানের কথা ফের আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার কাজান শহরে ব্রিকস অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকার যৌথ মঞ্চের সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধ কোনও সমাধান সূত্র দিতে পারে না।
ভারতের প্রধানমন্ত্রীর ভাষণের মনযোগী শ্রোতাদের অন্যতম ছিলেন সম্মেলনের আয়োজক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার তাঁরা তিনজনই ছিলেন খোস মেজাজে। পুতিনের উপস্থিতিতে মোদীর সঙ্গে দীর্ঘসময় কথা হয় চিনের প্রেসিডেন্টের। নৈশভোজেও তিনজন পাশাপাশি বসে খেতে খেতে নানা প্রসঙ্গে কথা বলেছেন। তিনজনের এক ফ্রেমের ছবি সম্মেলনের সুর বেঁধে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গতি রেখেই ভারতের প্রধানমন্ত্রী দেশের যুদ্ধ বিরোধী অবস্থান স্পষ্ট করে দেন। মোদী বলেন, ভারত বিশ্বাস করে সংলাপের কোনও বিকল্প নেই। কথা চালিয়ে গেলেই সমাধান মিলবে।
বলাই বাহুল্য মোদীর বক্তব্যের প্রেক্ষাপটে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। অন্যদিকে, ভারতের সঙ্গে সীমান্ত সংঘাত চালিয়ে যাওয়ার পাশাপাশি তাইওয়ানের বিরুদ্ধে কথায় কথায় যুদ্ধের হুমকি দিয়ে চলেছে চিন। বুধবার ব্রিকসের মঞ্চে দুই মহা শক্তিধর দেশের প্রধানকেই মোদী কার্যত যুদ্ধ মনোভাব ত্যাগ করার পরামর্শ দিয়েছেন।
প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, আমরা কোভিড মোকাবিলা করে এখন সামনের দিকে এগচ্ছি। আমরা বিশ্বাস করি, গোটা বিশ্বকে এমনভাবে প্রস্তুত করা দরকার যাতে আগামী প্রজন্ম যাবতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী বলেন, এ জন্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু সংরক্ষণ অত্যন্ত জরুরি।