প্রতীকী ছবি।
শেষ আপডেট: 21 February 2025 10:27
দ্য ওয়াল ব্যুরো: ২২ গজে মহারণ রবিবার। ভারত-পাকিস্তানের (India-Pakistan) ক্রিকেট (ICC Cricket Match) ম্যাচ ঘিরে যখন গোটা বিশ্বেই গুরুগুরু রব উঠেছে, সেই উত্তেজনার আঁচে সেঁকে নিয়ে শুক্রবার দুই দেশের সীমান্ত সমস্যা (Border Dispute) নিয়ে এক জরুরি বৈঠক (Flag meeting) হয়ে গেল। চলতি টুর্নামেন্টে ভারত নিরাপত্তার কারণে খেলতেই যায়নি পাকিস্তানে। ভারতের একমাত্র দাবি, সীমান্ত পেরিয়ে জঙ্গিপনা (Cross-Border Terrorism) বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক বজায় রাখা হবে না। সেই দিক থেকে একদিকে যখন রবিবার ব্যাটে-বলের কবজির লড়াইয়ে শান দিচ্ছে দুই দেশ, তার ফাঁকেই হয়ে গেল সীমান্ত এলাকা পুঞ্চে (Poonch) সেনাস্তরের আলোচনা।
শুক্রবার বেলা ১১টা নাগাদ কাশ্মীরের পুঞ্চ সেক্টরের চাকন-দা-বাগে ৭৫ মিনিটের এই বৈঠকে দুই দেশই বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করে চলার বিষয়ে একমত হয়। নিয়ন্ত্রণরেখার (LoC) কাছে আয়োজিত এই আলোচনায় সম্প্রতি সীমান্তের ওপার থেকে গুলি চালানো ও একের পর এক দেশীয় পদ্ধতিতে তৈরি বিস্ফোরক হামলা প্রশমনের উপর জোর দেয় ভারত।
অহেতুক সীমান্ত এলাকায় উত্তেজনা দমাতে পাকিস্তানি বাহিনীকে জানানো হয়। ব্রিগেড-কমান্ডার স্তরের এই ফ্ল্যাগ মিটিংয়ে দুই তরফেই শান্তি বজায় রাখার বিষয়ে একমত হয়েছে। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি জম্মু এলাকার আখনুর সেক্টরে একটি জঙ্গি হামলায় একজন ক্যাপ্টেন সহ দুই সেনা কর্মী শহিদ হন। পিপলস অ্যান্টি ফ্যাসিস্ত ফ্রন্ট নামে জয়েশ-ই-মহম্মদের একটি টুকরো সংগঠন এই হামলার দায় স্বীকার করেছিল।
এই অবস্থায় আর দুদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে ভারত-পাক একদিনের ক্রিকেট ম্যাচ। যে খেলাকে ঘিরে বিশেষত বাংলাদেশের বিরুদ্ধে অনায়াস জয় হাসিল করা ভারতের মনোবলকে কেন্দ্র করে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতিতে অতীতের অভিজ্ঞতা বলছে, ভারত-পাক ক্রিকেট ম্যাচ থাকলেই সীমান্তে গোলাগুলি বর্ষণ বাড়তে থাকে। বিনা প্ররোচনায় পাক বাহিনী গুলি ছোড়ে। তাই এবারের বৈঠকেও পাকিস্তানিদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে অনেকের ধারণা।