শেষ আপডেট: 21st October 2024 16:24
দ্য ওয়াল ব্যুরো: ভারত-চিনের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর টহল ও নজরদারি ব্যবস্থার বিষয়ে বোঝাপড়ার বন্দোবস্তে পৌঁছল দুই দেশ। সোমবার বিদেশ সচিব বিক্রম মিসরি এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এর ফলে হিমালয় ও সংলগ্ন তরাই অঞ্চলে জমি দখলদারির সমস্যা মেটার আশা রয়েছে। ২০২০ সালে থেকে দুই দেশের সম্পর্কের যে অবনতি হয়েছিল, তা প্রশমিত হওয়ার আশা রয়েছে।
বিদেশ সচিব এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিকস সম্মেলনে রাশিয়া রওনা হওয়ার আগে চিনের সঙ্গে সম্পর্কের বরফ গলার আলো দেখান। দেপসাং এবং দেমচোক এলাকায় টহলদারি প্রশ্নে একটি বোঝাপড়াতে পৌঁছেছে দুই প্রতিবেশী দেশ। এখনও সরকারিভাবে কিছু না জানা গেলেও আন্তর্জাতিক রাজনৈতিক মহলের গুজব যে, রাশিয়ায় শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতোই চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে পৃথক আলোচনা হতে পারে মোদীর। প্রসঙ্গত, ব্রিকস হল ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে একটি গোষ্ঠী।
ভারত-চিনের সীমান্ত সমস্যা মেটাতে আলোচনার পরিবেশ তৈরি এবং সমন্বয় বিষয়ক বৈঠক শেষবার হয়েছিল ২৯ অগস্ট। এরপর থেকে দুই দেশ খোলামেলা, গঠনমূলক এবং সমাধানের হাল বের করতে আন্তরিকভাবে উদ্যোগী হয়। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও তা স্বাভাবিক করতে পারস্পরিক বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়।