বিধায়কের বাড়িতে কুমির
শেষ আপডেট: 10th January 2025 12:00
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে বিজেপির প্রাক্তন বিধায়কের বাড়ি ও একাধিক ঠিকানায় আয়কর দফতরের হানা। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হল তিন-তিনটি কুমির। এছাড়াও উদ্ধার করা হয়েছে একাধিক সোনা ও হীরের গয়না, টাকা, দামী গাড়ি-সহ একাধিক বেআইনি সম্পত্তি।
জানা যাচ্ছে, নিজের বাংলোর একটি পুকুরে ওই কুমিরগুলো পোষ্য হিসেবে রেখে দিতেন। এই ধরনের প্রাণী পোষা ভারতে বেআইনি। তার পরেও কীভাবে তিনি বাড়িতে কুমির পুষছিলেন, তদন্তকারীরা সেটাই জানার চেষ্টা করছেন।
सागर - बीजेपी के पूर्व विधायक हरवंश सिंह राठौर के घर 2 दिनों तक चली आईटी की रेड में बड़ा खुलासा, छापे में 14 किलो सोना और लगभग 4 करोड़ की नकदी बरामद, बंगले के अंदर मिले 3 मगरमच्छ, वायरल हुआ VIDEO #Sagar #BJP #HarvanshSinghRathore #Crocodiles #ITRaid @incometax_mpcg… pic.twitter.com/ewT48viAqO
— Peoples Samachar (@psamachar1) January 9, 2025
গত ৫ জানুয়ারি সকালে মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি বিধায়ক হর্ষবংশ সিং রাঠোর ও বিজেপি কর্পোরেটর রাজেশ কেশরওয়ানি নামে দুই ব্যক্তির বাড়িতে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি অভিযান চালান।
হর্ষবংশের সাগর জেলার একটি বাংলোতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি কুমির। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
হর্ষবংশ সাগর জেলার একজন ব্যবসায়ী এবং প্রবীণ বিজেপি নেতা। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। জেলা প্রধানের পদের জন্যও তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁর বাবা হরনাম সিং রাঠোর মধ্যপ্রদেশ সরকারের একজন মন্ত্রী ছিলেন।