শেষ আপডেট: 5th October 2024 17:41
দ্য ওয়াল ব্যুরো: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয়। কয়েকদিনের টানা বৃষ্টিতে ভূমিধস ও হড়পা বানের কারণে ইতিমধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
গারো পাহাড়ের পশ্চিমে ডালু গ্রামে শুক্রবার সকালে আচমকা ধস নামে। ধবংসস্তুপের তলায় চাপা পড়ে মৃত্যু হয় ২৮ বছর বয়সি তরুণী ও তাঁর মায়ের। রান্নাঘরে কাজ করার সময় জীবনে নেমে আসে দুর্ঘটনা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার পর্যন্ত লাগাতার ধস ও হড়পা বানের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার সকালে মেঘালয়ের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তিনি জানিয়েছেন, জোরকদমে উদ্ধারকাজ চলছে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। বন্যা কবলিত এলাকায় যাতে ত্রান পৌঁছতে কোনওরকম অসুবিধা না হয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রাকৃতিক বিপর্যয়ের কারণে একদিকে যেমন কাঠের সাঁকো ভেসে গিয়েছে, তেমনই একাধিক বাড়ি ও রাস্তাঘাট জলের তলায় ডুবে গিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পশ্চিম গারো পাহাড়ের হাকিমপাড়া, হাওয়াখানা, সানি হিলস, মদলটিলা-সহ একাধিক এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।
স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পশ্চিম গারোতে ইতিমধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে এবং দক্ষিণ গারোতে ৩ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দফতর আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সেকারণেই পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করা হচ্ছে।