শেষ আপডেট: 31st October 2024 16:50
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ১৯ যুবক একসঙ্গে এইচআইভি পজিটিভ! উত্তরাখণ্ডে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনা। সকলেই একই কিশোরীর সঙ্গে যৌন সঙ্গমে লিপ্ত হয়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। ওই কিশোরী মাদকাসক্ত। সেই কারণে টাকার জোগাড় করতে সে এই কাজ করেছে বলে জানা গেছে।
উত্তরাখণ্ডের নৈনিতালে ঘটেছে এই ঘটনা। সেখানকার রামদত জোশি জোয়েন্ট হাসপাতালে ১৯ জন যুবক এসেছিলেন। তাদের সকলেরই প্রায় একই রকম উপসর্গ দেখা গেছিল। চিকিৎসকের সন্দেহ হওয়ায় তাঁদের কাউন্সিলিং করা হয়। জানা যায়, তাঁরা ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে যৌনতায় লিপ্ত হয়েছিলেন। পরে খোঁজ নিয়ে দেখা যায় সকলে একই কিশোরীর সঙ্গে যৌন সঙ্গম করেছিলেন!
গত কয়েক মাস ধরে নৈনিতালে একাধিক এইডস আক্রান্ত হওয়ার খবর এসেছে। তা নিয়ে ধীরে ধীরে উদ্বেগ বাড়ছিল। গত পাঁচ মাসে ২০ জন এইডসে আক্রান্ত হয়েছেন। এবার একসঙ্গে ১৯ জন এইডস আক্রান্ত হওয়ায় আরও চিন্তা বাড়ল রাজ্যের স্বাস্থ্য দফতরের। এর পাশাপাশি, মাদকাসক্ত হওয়ার ঘটনাও রাজ্যে বেড়ে চলেছে আগের থেকে। সেটা নিয়েও উদ্বেগের শেষ নেই রাজ্য সরকারের।
এই কিশোরী অনেক ছোট থেকেই হিরোইন আসক্ত বলে জানতে পেরেছে পুলিশ। শুধুমাত্র নেশার টাকা জোগাড় করার জন্যই সে অচেনা ছেলেদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াত। রাজ্যের এক স্বাস্থ্যকর্তা মন্তব্য করেছেন, এই ধরনের ঘটনার কথা হামেশাই শোনা যাচ্ছে যা অতি দুঃখজনক তো বটেই, উদ্বেগজনকও। কড়া ব্যবস্থা নিয়ে কীভাবে এই ধরনের ঘটনা রোধ করা যায় তার চেষ্টা করা হচ্ছে।