শেষ আপডেট: 7th January 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হারদোই জেলায় হইচই পড়েছে। স্বামী এবং ৬ সন্তানকে ছেড়ে পালিয়ে গেছেন মহিলা। না, শুধু অন্য কারও সঙ্গে পালিয়ে যাওয়ার জন্য এত আলোচনা হচ্ছে না। সেটা হচ্ছে কারণ মহিলা পালিয়ে গেছেন একজন ভিখারির সঙ্গে! ইতিমধ্যে স্বামীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে ওই ভিখারির খোঁজ চালাচ্ছে পুলিশ। তার অন্য কোনও মতলব রয়েছে বলে সন্দেহ করছেন মহিলার স্বামী।
হারদোই জেলার হরপালপুর এলাকায় স্ত্রী রাজেস্বরী এবং তাঁদের ৬ সন্তান নিয়ে থাকতেন রাজু। সেই এলাকাতেই মাঝেমধ্যে ভিক্ষা করতে আসতেন ননে পণ্ডিত নামের এক যুবক। রাজু পুলিশে অভিযোগ করে বলেছেন, ননে কথার জালে ফাঁসিয়ে তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে। এলাকায় আসলে রাজেস্বরীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলত সে, এমনকী রাতে ফোনেও তাঁদের কথা হত বলে দাবি করেছেন রাজু।
পুলিশি তদন্তে উঠে এসেছে, গত ৩ জানুয়ারি বাজার যাচ্ছেন বলে রাজেস্বরী বাড়িতে থেকে বেরিয়ে যান। কিন্তু তারপর থেকে তাঁর আর খোঁজ মেলেনি। রাজুর দাবি, মোষ বিক্রি করে যে টাকা উপার্জন করেছিলেন তিনি তা নিয়েই পালিয়েছেন তাঁর স্ত্রী। আর এই ঘটনায় জড়িত ননে পণ্ডিত। রাজুর স্পষ্ট অভিযোগ, হয় তাঁর স্ত্রীকে অপহরণ করা হয়েছে, নয়তো কোনও ইস্যুতে ব্ল্যাকমেল করে পালাতে বাধ্য করা হয়েছে। তাঁর বাড়ি না থাকার সুযোগে রাজেস্বরীকে ধর্ষণও করতে পারেন ননে, এমনও দাবি করেছেন রাজু।
বর্তমানে ননে পণ্ডিতকে খুঁজে বের করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পুলিশের। তাঁদের অবশ্য প্রাথমিক অনুমান, প্রেমের ফাঁদে পড়েই তাঁর সঙ্গে পালিয়েছেন রাজেস্বরী। যদিও রাজুর অভিযোগকেও তাঁরা গুরুত্ব দিচ্ছেন। তবে ননে ধরা না পড়া পর্যন্ত আসল বিষয়টি সামনে আসবে না বলেই অনুমান। তবে এই ঘটনার কথা শোনার পরই কেউ কেউ বলতে শুরু করেছেন, ভালবাস সত্যিই অন্ধ...