শেষ আপডেট: 10th April 2025 10:06
দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র ১০ দিন। তারপরই ছিল মেয়ের বিয়ে। কার্ড বিতরণ থেকে শুরু করে যাবতীয় কাজ হয়ে গেছিল। চলছিল শুধু শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু সেই বিয়ে আর হবে না। কারণ হবু বরের (Son-in-Law) সঙ্গে পালিয়ে গেছেন মেয়ের মা! উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এই ঘটনা হইচই ফেলে দিয়েছে।
আলিগড়ের বাসিন্দা শিবানী এবং তাঁর পরিবারের বাকি সদস্যরা এখন কার্যত নির্বাক। তাঁরা স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে এমনটাও হতে পারে। পুলিশকে তাঁরা জানিয়েছেন, কী হতে চলেছে ঘুণাক্ষরেও তাঁরা কেউ টের পাননি। শিবানীর মা মেয়ের হবু বরের সঙ্গে শুধু পালিয়ে যাননি, বাড়ি থেকে 'লুট' করে নিয়ে গেছেন সাড়ে ৩ লক্ষ টাকা এবং প্রায় ৫ লক্ষ টাকার গয়নাও।
শিবানীর বক্তব্য, বিগত ৩-৪ মাস ধরে তাঁর হবু বর রাহুলের সঙ্গে ফোনে কথা বলতেন মা। আগামী ১৬ এপ্রিল তাঁর বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু গত রবিবার রাহুলের সঙ্গে পালিয়ে গেছেন তাঁর মা অনিতা। মায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে মেয়ে বলছেন, 'মা যা খুশি করুক। আমাদের দেখার দরকার নেই। শুধু টাকা আর গয়না ফেরত দিক। ওগুলো আমাদের সম্বল ছিল।' শিবানীর বাবা ইতিমধ্যে থানায় 'মিসিং' ডায়েরি করেছেন।
অনিতার স্বামীর অবশ্য বক্তব্য, রাহুলের সঙ্গে ফোনে কথা বলার ব্যাপারটি তাঁরা জানতেন। কিন্তু দুজনের মধ্যে কী চলছে তা আন্দাজ করতে পারেননি। তাঁর কথায়, 'আমি বেঙ্গালুরুতে ব্যবসার কাজে থাকি। শুনেছি রাহুল শেষ কয়েক মাসে আমার মেয়ের সঙ্গে বেশি কথাই বলেনি, মায়ের সঙ্গে বলত। কখনও কখনও নাকি ২০-২১ ঘণ্টাও তাঁদের কথা হত। সন্দেহ হলেও সামনে বিয়ে বলে কিছু বলিনি। তবে এমনটা হবে, এটাও ভাবিনি।' এই ঘটনার খবর পেয়ে অনিতা এবং রাহুল - দুজনকেই ফোন করেছিলেন ব্যক্তি। কী বলেছেন তাঁরা?
শিবানীর বাবা জানান, প্রথমে দুজনেরই ফোন বন্ধ ছিল। অনেক চেষ্টা করার পর রাহুলকে ফোনে পান তিনি। শুরুতে দুজনের একসঙ্গে থাকার বিষয়টি সে অস্বীকার করছিল। কিন্তু পরে বলে, তিনি নাকি অনিতাকে ২০ বছরে অনেক কষ্ট দিয়েছেন। তাই এখন যেন তাঁকে ভুলে যান।