শেষ আপডেট: 28th January 2025 11:39
দ্য ওয়াল ব্যুরো: এক ধর্মীয় অনুষ্ঠানে ৬৫ ফুট উঁচু মঞ্চ ভেঙে পড়ে বড়সড় বিপত্তি। উত্তরপ্রদেশের বাগপতে মৃত্যু হয়েছে ৬ জনের, আহত অন্তত ৫০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ ভাঙা মঞ্চের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারেন।
বাগপতে জৈন সম্প্রদায়ের একটি অনুষ্ঠান হচ্ছিল। তার জন্যই এত বড় মঞ্চ তৈরি করা হয়েছিল। যে সময়ে এই দুর্ঘটনা ঘটে তখন লাড্ডু বিতরণ করা হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, লাড্ডু বিতরণের সময়ে হুড়োহুড়ি পড়ে গেলে পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এদিক-ওদিক পালাতে চেষ্টা করেন অনেকে। সেই সময়ই মঞ্চ ভিড়ের চাপে ভেঙে পড়ে।
বাগপতের জেলাশাসক জানিয়েছেন, ৬৫ ফুট উঁচু ওই মঞ্চটি কাঠ এবং বাঁশ দিয়ে বানানো হয়েছিল। তবে মাত্রাতিরিক্ত ভিড়ের চাপ সহ্য করতে পারেনি সেটি। তাই এমন দুর্ঘটনা। ইতিমধ্যে যাদের উদ্ধার করা হয়েছে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকাজ। ভাঙা মঞ্চের নীচে কমপক্ষে ২০-৩০ জন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রতি বছরই জৈনদের এই অনুষ্ঠান হয় বাগপতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘আদিনাথ নির্বাণ লাড্ডু’ অনুষ্ঠানে যোগ দিতে আসেন এই সম্প্রদায়ের মানুষ। এবারও তাই এসেছিলেন। তবে অন্যান্যবারের তুলনায় এবার একটু বেশি ভিড় হওয়ায় এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
এই ঘটনা স্বাভাবিকভাবেই মনে করিয়ে দিচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরের পদপিষ্ট হওয়ার ঘটনা। সেখানেও মাত্রাতিরিক্ত ভিড়ের ফলে হুড়োহুড়ি পড়ে গেছিল এবং পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যুও হয়।