শেষ আপডেট: 11th January 2025 17:40
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে কনৌজ রেল স্টেশনের একটি অংশে কাজ চলছি। শনিবার দুপুরে নির্মীয়মাণ একাংশ ভেঙে পড়ে! ঘটনার সময়ে ৩৫ জন শ্রমিক ওই জায়গায় কাজ করছিলেন। তাই স্বাভাবিকভাবেই চাপা পড়ে অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে।
রেলওয়ে পুলিশ, জিআরপি, স্থানীয় পুলিশের যৌথ দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৩ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও যারা চাপা পড়ে রয়েছেন তাঁদের উদ্ধার করার কাজ চলছে। আশঙ্কা, বেশি সময় ব্যয় হয়ে গেলে তাঁদের জীবিত উদ্ধার করা সম্ভব হবে না।
জেলাশাসক শুভ্রান্ত কুমার শুক্লা বলেছেন, স্টেশন চত্বরে যেখানে কাজ হচ্ছিল তার ছাদ আচমকা ভেঙে পড়ে। সবরকম চেষ্টা করা হচ্ছে যাতে সকল শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করা যায়। ইতিমধ্যেই সরকারের তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে আহত শ্রমিকদের জন্য।
উত্তরপ্রদেশ সরকারের তরফে বলা হয়েছে, ঘটনায় মারাত্মকভাবে যারা আহত হয়েছেন তাঁদের ৫০ হাজার টাকা দেওয়া হবে এবং যাদের চোট গুরুতর নয়, তাঁরা ৫ হাজার টাকা পাবেন। উদ্ধারকাজে আরও বেগ আনতে ইতিমধ্যে স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স বা এসডিআরএফ-কে ডাকা হয়েছে।