শেষ আপডেট: 8th November 2024 18:13
দ্য ওয়াল ব্যুরো: প্রশ্ন পছন্দ হয়নি। এই কারণে মহিলা সাংবাদিককে হেনস্থা তো করা হলই, পাশাপাশি মারধর করা হয়েছে তাঁর টিমকেও! এই অভিযোগ তোলা হয়েছে মুম্বইয়ের সমাজবাদী পার্টির নেতা আবু আজমির বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে ওই মহিলা সাংবাদিককে গোটা বিষয়ের বর্ণনা দিয়ে ক্ষোভ ওগরাতে দেখা গেছে।
মহিলা সাংবাদিক দাবি করেছেন, গোভান্দি শিবাজি নগরের সমাজবাদী পার্টির অফিসে তাঁরা আবু আজমির একটি সাক্ষাৎকারের জন্য গেছিলেন। রফিকনগর এলাকার রাস্তার খারাপ অবস্থা এবং আবর্জনা জমে যাওয়ার বিষয় নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। এই প্রশ্ন পছন্দ না হওয়ায় তাঁদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতেই দেখা যায়, মহিলা সাংবাদিকের জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এও দেখা যায়, তাঁর সহকর্মীদেরও জামা ছেঁড়া, কোনও একজন রক্তাক্তও হয়েছেন।
যে ভিডিও ভাইরাল হয়েছে তা দেখে অন্তত এটা স্পষ্ট বোঝা যাচ্ছে সকলকে বেধড়ক মারা হয়েছে। মহিলা সাংবাদিক সহ বাকিরা জানিয়েছেন তাঁরা এই বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন এবং মামলা দায়ের করবেন। ভিডিওতেই মহিলা সাংবাদিক আরও অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টির এই নেতা তাঁর স্ত্রীর নাম করে নগর সেবার কথা বলে টাকা তোলেন। তাঁর নির্দেশে গুন্ডারা এই কাজ করেছে বলে অভিযোগ তাঁর। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
Samajwadi Leader Abu Azmi’s goon tore a female journalist’s clothes after see asked questions on garbage issue in his area.
— Rishi Bagree (@rishibagree) November 7, 2024
Since it’s done by INDI alliance no Press guild will come in her support
pic.twitter.com/ZiVKKC9rTp
ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি সমাজবাদী পার্টির কেউ। পাশাপাশি পুলিশের তরফেও কোনও মামলা দায়ের করা হয়েছে কিনা, সেটাও স্পষ্ট হয়নি। তাই ওই মহিলা সাংবাদিক এবং বাকিরা যে দাবি করছেন তা আদতে সত্যি কিনা সেই প্রশ্নও তুলেছেন অনেকে।