শেষ আপডেট: 16th March 2024 11:20
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের জন্য নয়া পোশাক বিধি চালু করল রাজ্যের শিবসেনা-বিজেপি-এনসিপি জোট সরকার। তাতে বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকারা জিনসের প্যান্ট এবং টি-শার্ট পরে স্কুলে যেতে পারবেন না।
নয় দফা গাইডলাইনে বলা হয়েছে, নয়া পোশাক বিধি সরকারি-বেসরকারি সব ধরনের স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাতে বলা হয়েছে, শিক্ষিকারা শাড়ি, সালোয়ার-কামিজ পরে স্কুলে যেতে পারে। শিক্ষকেরা প্যান্ট-শার্ট পরতে পারেন। চেষ্টা করতে হবে জামা গুজে পরতে।
গাইড লাইনে আরও বলা হয়েছে, শিক্ষক-শিক্ষিকাদের উচিৎ হবে জমকালো পোশাক না পরা। নির্দেশিকা জারির উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে, শিক্ষাঙ্গনের পরিবেশ এবং শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের সম্পর্কের কথা বিবেচনায় রেখে ওই গাইডলাইন তৈরি করা হয়েছে। যাতে শিক্ষক-শিক্ষিকাদের দেখে পড়ুয়াদের পোশাক সম্পর্কে ভাল রুচি তৈরি হয়।
সরকারি এই গাইড লাইন নিয়ে প্রতিক্রিয়া ভাল হয়নি। শুক্রবার সন্ধ্যায় গাইডলাইন প্রকাশের পর শিক্ষক-শিক্ষিকা, এমনকী বহু স্কুল কর্তৃপক্ষ সরব হয়। তাদের বক্তব্য, হঠাৎ করেই এমন একটি গাইডলাইন জারি করার কারণ কী? শিক্ষক-শিক্ষিকাদের পোশাক নিয়ে রাজ্যের কোথাও কোনও ধরনের আপত্তি বিতর্ক তৈরি হয়নি। শিক্ষকেরা স্কুলের পরিবেশ-পরিস্থিতির কথা বিবেচনায় রেখেই নিজেদের পোশাক বাছাই করেন।
রাতে মহারাষ্ট্র সরকার অবশ্য ব্যাখ্যা দেয়, শিক্ষক-শিক্ষিকাদের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনও বাসনা সরকারের নেই। সরকার একটি গাইডলাইন প্রকাশ করেছে মাত্র। তাতে যা বলা আছে সব মানতেই হবে, এমন নয়। সরকার কোনও বিজ্ঞপ্তি জারি করেনি গাইডলাইনটি নিয়ে। ফলে মানা না মানাতে কারও শাস্তি পাওয়ার আশঙ্কা নেই।