শেষ আপডেট: 22nd October 2024 18:25
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের লাগাতার তর্কাতর্কি চলছিলই। মঙ্গলবারের বৈঠকেও ব্যতিক্রম ঘটল না। শুধু তর্কাতর্কি নয়, অশান্তির জেরে এদিন আহত হলেন কল্যাণ। কাচের গ্লাস ভেঙে কল্যাণের হাতে ঢুকে গেল।
তার ফলে মাঝপথেই বৈঠক থামাতে হয়। দেখা যায় আহত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হাত ধরে বাইরে নিয়ে আসছেন মিম তথা অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিনের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। সেই সঙ্গে ছিলেন আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংও। কাচের গ্লাস ভেঙে কল্যাণ হাতে এমন চোট পেয়েছেন যে সেলাই করতে হয়েছে।
প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল পেশ নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল বিরোধীরা। তাঁদের বক্তব্য ছিল, এই বিল সংবিধানের পরিপন্থী। এর ফলে একদিকে যেমন মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুন্ন হবে তেমনই তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পক্ষেও হিতকর নয়।
বিরোধীদের মতে, নয়া আইনের ফলে ওয়াকফ বোর্ড গুরুত্ব হারাবে। যাবতীয় ক্ষমতা চলে যাবে জেলাশাসকদের হাতে। বিরোধীদের এই আপত্তির জেরে ওয়াকফ সংশোধনী বিল গত ৮ অগস্ট লোকসভায় পেশ হলেও তা পাশ করাতে পারেনি সরকার। পরিবর্তে আলোচনার জন্য বিলটিকে পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। এব্যাপারে ৩১ সদস্যের কমিটিও গড়েছে কেন্দ্র।
What can you expect from TMC ?
— PoliticsSolitics (@IamPolSol) October 22, 2024
What can you expect from this TMC's insane leader Kalyan Banerjee ?
वक्फ बोर्ड पर JPC बैठक में TMC सांसद कल्याण बनर्जी ने पानी के गिलास से खुद को किया घायल #WaqfBoard https://t.co/RO0KqIAIbM
এদিন ওই কমিটির বৈঠকের শুরু থেকেই তর্কাতর্কি শুরু হয়। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তুমুল তর্কাতর্কি চলাকালীন কল্যাণ আচমকা কাচের জলভর্তি গ্লাস ছোড়েন বলে সংবাদ সংস্থা সূত্রের দাবি। সেই ভাঙা কাচের টুকরোতেই জখম হন তৃণমূল সাংসদ।
এ ব্যাপারে অবশ্য সংবাদসংস্থার প্রশ্নের জবাবে কোনও প্রতিক্রিয়া দেননি কল্যাণ। তিনি বলেন, "বৈঠকের ভিতরের বিষয় নিয়ে বাইরে আলোচনা করা যায় না।" দ্য ওয়ালের তরফেও একাধিকবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। তবে ফোন বেজে গিয়েছে। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।