Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
বেনজির: সুইস ব্যাঙ্কে গত বছরে বাংলাদেশিদের জমার অঙ্ক ৩৩ গুণ বেড়েছে, কারা রাখল এত টাকাবৃষ্টির ইনিংস জারি থাকবে রাজ্যে, আগামী ক'দিন ভিজবে এই জেলাগুলিস্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতে
Supreme Court - Waqf

'যেমন মোক্ষ', ওয়াকফ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মিশে গেল হিন্দু-মুসলমান-খ্রিস্টান

ওয়াকফের সম্পত্তি (Waqf) ব্যবহার করা মানেই যে তাতে মৌলিক অধিকার জন্মায়, এমনটা নয়। সুপ্রিম কোর্টকে (Supreme Court) বুধবারই একথা জানিয়েছিল কেন্দ্র। এবার সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর পর্যবেক্ষণ, হিন্দুদের যেমন মোক্ষ (Moksha) লাভ হয়, তেমনই ইসলাম ধর্মে ওয়াকফ।

'যেমন মোক্ষ', ওয়াকফ শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে মিশে গেল হিন্দু-মুসলমান-খ্রিস্টান

সুপ্রিম কোর্ট

শেষ আপডেট: 22 May 2025 21:36

দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফের সম্পত্তি (Waqf) ব্যবহার করা মানেই যে তাতে মৌলিক অধিকার জন্মায়, এমনটা নয়। সুপ্রিম কোর্টকে (Supreme Court) বুধবারই একথা জানিয়েছিল কেন্দ্র। এবার সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর পর্যবেক্ষণ, হিন্দুদের যেমন মোক্ষ (Moksha) লাভ হয়, তেমনই ইসলাম ধর্মে ওয়াকফ।

বুধবার প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ শুনল কেন্দ্রীয় সরকারের বক্তব্য। কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নতুন ওয়াকফ আইনে কী কী সুবিধা রয়েছে তা বোঝানোর চেষ্টা করেন তিনি। কেন্দ্র দাবি করে ওয়াকফ ইসলামের অংশ নয়।

সিব্বল মঙ্গলবার দাবি করেছিলেন, ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় বিষয়। সেই দাবিরও বিরোধিতা করেন মেহতা। সলিসিটর জেনারেল জানান, ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষই। পাশাপাশি তিনি আরও জানান, ওয়াকফ সম্পত্তি ব্যবহার করলেই তার উপর মৌলিক অধিকার জন্মায় না।

আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালতে ওয়াকফ আইনের বিরোধিতায় সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেন, "ওয়াকফের অর্থ আল্লাকে উৎসর্গ করা। অর্থাৎ আল্লার প্রতি দান। মৃত্যুর পর পুণ্য অর্জনের জন্যই এই ওয়াকফ।"

এ কথা শুনে প্রধান বিচারপতি গাভাই বলেন, "হিন্দু ধর্মে যেমন মোক্ষ আছে!" সেই কথার সূত্র ধরেই বিচারপতি অগাস্টিন জর্জ বলেন, "এমনটা খ্রিস্টান ধর্মেও আছে। সবাই মৃত্যুর পর স্বর্গে যেতে চান"।

কেন্দ্রের দাবির বিরোধিতা করে আইনজীবী রাজীব ধাওয়ান বলেন, বেদ মতে মন্দিরও হিন্দু ধর্মের অংশ নয়। প্রকৃতি পূজার উল্লেখও রয়েছে সেখানে। হিন্দু ধর্মে আগুন, বৃষ্টি ও জলের দেবতাও রয়েছেন।"


ভিডিও স্টোরি