ওয়াকফের সম্পত্তি (Waqf) ব্যবহার করা মানেই যে তাতে মৌলিক অধিকার জন্মায়, এমনটা নয়। সুপ্রিম কোর্টকে (Supreme Court) বুধবারই একথা জানিয়েছিল কেন্দ্র। এবার সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর পর্যবেক্ষণ, হিন্দুদের যেমন মোক্ষ (Moksha) লাভ হয়, তেমনই ইসলাম ধর্মে ওয়াকফ।
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 22 May 2025 21:36
দ্য ওয়াল ব্যুরো: ওয়াকফের সম্পত্তি (Waqf) ব্যবহার করা মানেই যে তাতে মৌলিক অধিকার জন্মায়, এমনটা নয়। সুপ্রিম কোর্টকে (Supreme Court) বুধবারই একথা জানিয়েছিল কেন্দ্র। এবার সে প্রসঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই-এর পর্যবেক্ষণ, হিন্দুদের যেমন মোক্ষ (Moksha) লাভ হয়, তেমনই ইসলাম ধর্মে ওয়াকফ।
বুধবার প্রধান বিচারপতি বিআর গবইয়ের বেঞ্চ শুনল কেন্দ্রীয় সরকারের বক্তব্য। কেন্দ্রের হয়ে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। নতুন ওয়াকফ আইনে কী কী সুবিধা রয়েছে তা বোঝানোর চেষ্টা করেন তিনি। কেন্দ্র দাবি করে ওয়াকফ ইসলামের অংশ নয়।
সিব্বল মঙ্গলবার দাবি করেছিলেন, ওয়াকফ বোর্ড একটি ধর্মীয় বিষয়। সেই দাবিরও বিরোধিতা করেন মেহতা। সলিসিটর জেনারেল জানান, ওয়াকফ বোর্ডের ভূমিকা ধর্মনিরপেক্ষই। পাশাপাশি তিনি আরও জানান, ওয়াকফ সম্পত্তি ব্যবহার করলেই তার উপর মৌলিক অধিকার জন্মায় না।
আজ, বৃহস্পতিবার শীর্ষ আদালতে ওয়াকফ আইনের বিরোধিতায় সওয়াল করতে গিয়ে আইনজীবী কপিল সিব্বল বলেন, "ওয়াকফের অর্থ আল্লাকে উৎসর্গ করা। অর্থাৎ আল্লার প্রতি দান। মৃত্যুর পর পুণ্য অর্জনের জন্যই এই ওয়াকফ।"
এ কথা শুনে প্রধান বিচারপতি গাভাই বলেন, "হিন্দু ধর্মে যেমন মোক্ষ আছে!" সেই কথার সূত্র ধরেই বিচারপতি অগাস্টিন জর্জ বলেন, "এমনটা খ্রিস্টান ধর্মেও আছে। সবাই মৃত্যুর পর স্বর্গে যেতে চান"।
কেন্দ্রের দাবির বিরোধিতা করে আইনজীবী রাজীব ধাওয়ান বলেন, বেদ মতে মন্দিরও হিন্দু ধর্মের অংশ নয়। প্রকৃতি পূজার উল্লেখও রয়েছে সেখানে। হিন্দু ধর্মে আগুন, বৃষ্টি ও জলের দেবতাও রয়েছেন।"