শেষ আপডেট: 10th February 2025 12:18
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের ভিতরেই তুমুল ঝামেলা, তারপর হাতাহাতি। না, পড়ুয়াদের মধ্যে কোনও গন্ডগোল হয়নি, হয়েছে দুই শিক্ষকের মধ্যে। তাঁদের মধ্যে একজন আবার প্রধান শিক্ষক! গুজরাতের স্কুলের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এমন ঘটনা তাঁরা ঘটালেন তা নিয়ে দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগ করছেন।
গুজরাতের বাহরুচ জেলার নবযুগ স্কুলের ঘটনা এটি। স্কুলের প্রিন্সিপাল হিতেন্দ্র সিং ঠাকরের সঙ্গে বিজ্ঞানের শিক্ষক রাজেন্দ্র পার্মারের সংঘাত হয়। ঘটনার ভিডিও ভাইরালও হয়েছে যেখানে দেখা যাচ্ছে, রাজেন্দ্রকে কার্যত টেনেহিঁচড়ে মাটিতে নামানোর চেষ্টা করছেন হিতেন্দ্র। তারপর তাঁকে একটা বা দুটো নয়, ১৮টি চড় মেরেছেন! ওই ঘরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই দৃশ্য।
হিতেন্দ্র দাবি করেছেন, পড়ুয়াদের সঙ্গে আচরণ ঠিক নয় রাজেন্দ্রর। ক্লাসে খারাপ ব্যবহার করেন এবং ছাত্রছাত্রীদের গালিগালাজও করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই তাঁর সঙ্গে আলোচনা করার সময় ফের অভব্য আচরণের করেন রাজেন্দ্র। এমনই জানিয়েছেন প্রধান শিক্ষক। তাঁর আরও দাবি, মাঝে মাঝে অনেক পড়ুয়াকে নিজের বাড়িতেও ডাকেন তিনি। যদিও রাজেন্দ্র সব অভিযোগ অস্বীকার করেছেন।
গোটা ঘটনার জন্য হিতেন্দ্রকেই দায়ী করেছেন তিনি। তাঁর পাল্টা বক্তব্য, সব শিক্ষকদের নিয়ে একটি বৈঠক চলাকালীন হঠাৎ মেজাজ হারিয়ে ফেলেন হিতেন্দ্র, তারপরই তাঁকে মারতে শুরু করেন! শুধু তাই নয়, তাঁর এও দাবি, পড়ুয়াদের দিয়ে পা টেপান হিতেন্দ্র।
সিসিটিভি ফুটেজ ভাইরাল হওয়ার পর এই ঘটনায় তদন্ত শুরু করেছে শিক্ষা দফতর। কেন এমন অনভিপ্রেত ঘটনা ঘটল তা জানতে দ্রুত রিপোর্টও তলব করা হয়েছে।
શાળાના પ્રિન્સિપાલે શિક્ષકને ઢીકાપાટુ મારીને ધોઇ નાખ્યો, ભરૂચના જંબુસરની નવયુગ વિદ્યાલયનો વીડિયો વાયરલ...#viralvideo #trendingvideo #bharuch #videoviral #gujarat pic.twitter.com/zFAyCC0CJX
— Zee 24 Kalak (@Zee24Kalak) February 8, 2025