Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
পাকিস্তানের গুলিতে ভেঙে পড়েছিল গুজরাতের আর এক মুখ্যমন্ত্রীর বিমান, মৃত্যু হয়েছিল তাঁরও নতুন করে পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা! ইরানের প্রতিজ্ঞা, 'ইজরায়েলকে ঘুমোতে দেব না'ইউনুস-তারেক বৈঠকের সূত্রধর খলিলুর, বিএনপি যাঁর পদত্যাগ চেয়েছিল, আগের রাতে তৈরি যৌথ বিবৃতি হস্টেলে বিমান ভেঙে পড়ে ডাক্তারি পড়ুয়া সহ ১০ জনের মৃত্যু, আশঙ্কাজনক অনেকেইবিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ করল ইজরায়েল! ইরান-সংঘাতের মাঝে মোদীকে ফোন নেতানিয়াহুর কোর্টের অর্ডারের জন্য বহু বেআইনি নির্মাণ ভাঙা যাচ্ছে না, জনতাকে জানাতে 'নয়া কৌশল' মেয়রেরকলকাতার এই শোরুমে পাওয়া যায় কাশ্মীরের ইউনিক সব শাড়িঅভিজিতের মুচমুচে চিকেন রোল, পুরোটাই ডিপ ফ্রায়েডআন্দুলের জমিদারের বাগানবাড়িতে গড়ে ওঠা হাসপাতালের একী দশা!একজন চাকরি ছাড়তেন, অন্যজন শুরু করেছিলেন! অভিশপ্ত বিমানের দুই পাইলটের গল্প ভিন্ন, শেষ এক...
BSP Mayawati

ফের পিসির পরেই ভাইপো, নতুন পদ তৈরি কররে আনন্দকে ফেরালেন মায়াবতী

বহুজন সমাজ পার্টির (BSP) জাতীয় সমন্বয়কের পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে (Akash Anand) মাস চারেক আগে সরিয়ে দিয়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)।

ফের পিসির পরেই ভাইপো, নতুন পদ তৈরি কররে আনন্দকে ফেরালেন মায়াবতী

বিএসপি সুপ্রিমো মায়াবতী ও ভাইপো আকাশ আনন্দ।

শেষ আপডেট: 19 May 2025 13:32

দ্য ওয়াল ব্যুরো: বহুজন সমাজ পার্টির (BSP) জাতীয় সমন্বয়কের পদ থেকে ভাইপো আকাশ আনন্দকে (Akash Anand) মাস চারেক আগে সরিয়ে দিয়েছিলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী (Mayawati)। দল থেকেও সরিয়ে দিয়েছিলেন। মাস খানেক আগে দলে ফেরানোর পর এবার ভাইপোকে প্রধান জাতীয় সমন্বয়কের পদে বসালেন। বহুজন সমাজ পার্টিতে জাতীয় সমন্বয়ক পদে চারজন আগে থেকেই আছেন। আকাশকে তাঁদের উপরে বসাতে প্রধান জাতীয় সমন্বয়কের (Chief National Coodinator) পদ তৈরি করেছেন মায়াবতী।

তবে আকাশের শ্বশুর অশোক সিদ্ধার্থের জন্য এখনও দলের দরজা বন্ধই রাখলেন। শ্বশুরের কথায় চলেন, এই অভিযোগে আকাশের সঙ্গে সিদ্ধার্থকেও বছরের গোড়ায় দল থেকে বহিষ্কার করেছিলেন বিএসপি সুপ্রিমো। আরও আগে, গত বছর লোকসভা ভোটের মাঝে আকাশকে জাতীয় সমন্বয়কের পদ থেকে সরিয়ে দেন মায়াবতী। ভাইপোর রাজনৈতিক পরিপক্কতার অভাব থাকায় সেই সিদ্ধান্ত নিতে হয়, প্রকাশ্যে দাবি করেন মায়াবতী।

তবে বেশিদিন স্থায়ী হয়নি সাজা। আকাশই বিএসপি-তে মায়াবতীর উত্তরসূরি, সেই বার্তা এখন স্পষ্ট। তার আগে অবশ্য তরুণ ভাইপো পিসিকে কথা দিয়েছেন তিনি শ্বশুরের কথায় দল চালাবেন না। এর আগে আকাশকে পদ থেকে সরানোর পর বহুজন সমাজ পার্টির নতুন আহ্বায়ক করা হয় তাঁর বাবা তথা মায়াবতীর ভাই আনন্দ কুমারকে। আকাশকে প্রধান জাতীয় সমন্বয়ক করায় এখন ছেলের অধীনে কাজ করবেন বাবা। তবে বিএসসি নেত্রী আগেই জনিয়ে দিয়েছেন, দল চালাতে হবে তাঁর সঙ্গে আলোচনা করে। মায়াবতীর আরও ঘোষণা করেছেন, আমি সুস্থ আছি। দলে আমার উত্তরসূরি বাছার সময় আসেনি।

রাজনৈতিক মহলের একাংশের মতে, আসলে ভাইপোকে শাসন করে মায়াবতী দেখাতে চাইছেন, তাঁর চোখে কেউ দলের ঊর্ধ্বে নয়। আবার নাটকীয়ভাবে দলে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দিয়ে ভাইপোকে মায়াবতী উত্তরসূরি ঘোষণার রাস্তা পাকা করলেন।

পড়াশুনোর সুত্রে বিদেশে বেড়ে ওঠা বছর তিরিশের আকাশকে মায়াবতী তাঁর উত্তরসূরি হিসাবে বেছে নেওয়ার আভাস দিয়েছিলেন বছর দুই আগে। ২০২৩-এ ভাইপোকে দলের জাতীয় সমন্বয়কারীর পদে বসান। মায়াবতীর পরেই দলের দ্বিতীয় সর্বচ্চ ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠেন ওই তরুণ।

বিএসপি সুত্রে জানা যাচ্ছে, আগের পদে ভাইপোকে ফিরিয়ে আনার বিষয়ে মায়াবতীর জবাব, আকাশ নিজের ভুল স্বীকার করেছে৷ দলের প্রবীণেরা তাঁর কথায় খুশি।

ওয়াকিবহাল মহল মনে করছে, দলে কেউই শৃঙ্খলার ঊধ্বে নন, বার্তা দিতেও নেত্রী ভাইপোকে শাস্তি দিয়ে বাকিদের সতর্ক করেছেন। আসলে দলে তাঁর লাগাম আলগা হয়ে আসছিল। গত পাঁচ-ছয় বছর যাবত বহুজন সমাজ পার্টির খারাপ অবস্থা যাচ্ছে। উত্তর প্রদেশে তিনবার সরকার পরিচালনা করা বিএসপির এখন সে রাজ্যে বিধায়ক মাত্র দু’জন। দলের ভোট ছয় শতাংশে নেমে গিয়েছে। গত লোকসভা ভোটেও ভরাডুবি হয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিনের প্রতিপক্ষ সমাজবাদী পার্টি বিরোধী দলের মর্যাদা নিয়ে রাজনীতি করছে। স্বভাবতই দলকে ফের আগের অবস্থায় ফেরাতে চাইছেন মায়াবতী। কিন্তু বাস্তবে তাঁকে আর শেষকথা বলে মানছে না দলের একাংশ, টের পেয়েছেন দলিত নেত্রী। মেয়ে জামাইকে সামনে রেখে অশোকের শ্বশুর বিএসপি ভাঙার চেষ্টা করছিলেন বলে খবর। সেই চেষ্টা ভেস্তে দিয়ে দল ও পরিবার আপাতত অটুট রাখলেন।


ভিডিও স্টোরি