বিজেপির খরচ বেশি।
শেষ আপডেট: 31st January 2025 08:08
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর লোকসভা নির্বাচন এবং পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপি ১৭৩৭ কোটি টাকা ব্যয় করেছে। কংগ্রেস খরচ করে ৫৮৪ কোটি টাকা। অর্থাৎ হাত শিবিরের তুলনায় পদ্ম পার্টি চারগুণ বেশি খরচ করেছে। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি ব্যয় করেছিল ১২৬৪ কোটি টাকা। অর্থাৎ পাঁচ বছর পর ২০২৪-এ ৩৭ শতাংশ বেশি খরচ করেছে নরেন্দ্র মোদীর দল।
২০২৪-এ লোকসভা নির্বাচনের সঙ্গে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা বিধানসভার ভোট হয়। কয়েক মাস পর হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড বিধানসভার নির্বাচন হয়েছে। বলাইবাহুল্য বিজেপির বিপুল ব্যয়ের উৎস ইলেক্টোরাল বন্ড বাবদ দলের আয়। নির্বাচন কমিশন ইলেক্টোরাল বন্ডে ইতি টেনে দেওয়ার আগে বিজেপি ওই খাতে জমা অর্থের অর্ধেকের বেশি রোজগার করে।
পদ্ম পার্টি বৃহস্পতিবার তাদের ২০২৪-এর দলীয় আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব নির্বাচন কমিশনের কাছে পেশ করেছে। তাতে দেখা যাচ্ছে, প্রচারে খবচের প্রায় অর্ধেক দল ব্যয় করেছে সামাজিক মাধ্যমে। মোট ব্যয়ের মধ্যে ১৪৯২ কোটি টাকা তারা খরচ করেছে দলের জন্য। প্রার্থীদের জন্য ব্যয় করে ২৪৫ কোটি টাকা।
দলের প্রচারে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে সামাজিক মাধ্যমে। ৬১১ কোটি টাকা বিজেপি খরচ করেছে ইলেকট্রনিক, প্রিন্ট অর্থাৎ খবরের কাগজ, ম্যাগাজিন এবং সামাজিক মাধ্যমে। যা দলের মোট খরচের ৩০ শতাংশ। গুগুল এবং ফেসবুকে দল ব্যয় করে যথাক্রমে ১৫৬ কোটি এবং ২৪ কোটি টাকা।
অন্যদিকে, ১৬৮ কোটি টাকা খরচ করেছে জেপি নাড্ডা, অমিত শাহদের মতো দলের স্ট্যার ক্যাম্পেনারদের বিমান, হেলিকপ্টার, হোটেলের ভাড়া মেটাতে। প্রধানমন্ত্রীর খরচ দল মেটায় না। সরকারি নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারে যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সরকার বহন করে।