Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'মোদী-ম্যাক্রঁর ঠাট্টা, উপহার গেল ডোকরা নন্দী, জি৭ সম্মেলনে আলোচনার বাইরেও অন্য মুহূর্তকালীগঞ্জের ভোটে মধ্যাঙ্গুলি প্রদর্শনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধেচুপিসারে ইরানকে সাহায্য করছে চিন? তিনটি রহস্যময় ‘ডার্ক ফ্লাইট’ ঘিরে উঠছে প্রশ্নউচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোলDA নির্দেশ: ৬ সপ্তাহ শেষ হচ্ছে ২৭ জুন, কী বলছেন ডিএ আন্দোলনকারীরা?
Weather update today

বৃষ্টিতে লণ্ডভণ্ড দিল্লি, মৃত ৬, অতি বর্ষণে নাজেহাল বেঙ্গালুরুও

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, দিল্লিতে শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।

বৃষ্টিতে লণ্ডভণ্ড দিল্লি, মৃত ৬, অতি বর্ষণে নাজেহাল বেঙ্গালুরুও

ফাইল ছবি।

শেষ আপডেট: 22 May 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মতোই তীব্র গরমের হাত থেকে বুধবার সন্ধ্যায় নিষ্কৃতি পেলেও দিল্লিতে আচমকা ঝড়-বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে রাজধানী শহর। দিল্লি-এনসিআর, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে বিচ্ছিন্ন ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লিতে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি সহ দুজনের মৃত্যু ও ১১ জন জখম হয়েছেন। গাজিয়াবাদে মৃত্যু হয় দুজনের এবং বৃষ্টিতে গ্রেটার নয়ডায় ২ জন মারা গিয়েছেন।

সবথেকে মারাত্মক বিষয় হল শ্রীনগর থেকে ফেরা একটি বিমান ঝড়ের মুখে পড়ে। পাইলটের তৎপরতায় কোনওরকমে তা অবতরণ করলেও বিমানের যথেষ্ট ক্ষতি হয়েছে। গাছ, বিদ্যুতের খুঁটি, বিজ্ঞাপনের তোরণ ভেঙে পড়ে অনেক গাড়ির ক্ষতি হয়।

সন্ধ্যারাত ৭টা ৫০ মিনিট নাগাদ নিজামুদ্দিনের কাছে লোধি রোড ফ্লাইওভারের কাছে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। সেখান দিয়ে যাওয়া বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির তিন চাকার সাইকেলের উপর পড়ে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, দিল্লিতে শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। প্রাকৃতিক অনাসৃষ্টি ঘটলেও প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়া দিল্লির তাপমাত্রা অনেকটা নেমে আসায় হাঁফ ছেড়ে বেঁচেছেন শহরবাসী। অন্যদিকে, জলডুবি বেঙ্গালুরুতেও ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


ভিডিও স্টোরি