আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, দিল্লিতে শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে।
ফাইল ছবি।
শেষ আপডেট: 22 May 2025 11:24
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার মতোই তীব্র গরমের হাত থেকে বুধবার সন্ধ্যায় নিষ্কৃতি পেলেও দিল্লিতে আচমকা ঝড়-বৃষ্টিতে তছনছ হয়ে গিয়েছে রাজধানী শহর। দিল্লি-এনসিআর, গ্রেটার নয়ডা ও গাজিয়াবাদে বিচ্ছিন্ন ঘটনায় এ পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিল্লিতে এক বিশেষভাবে সক্ষম ব্যক্তি সহ দুজনের মৃত্যু ও ১১ জন জখম হয়েছেন। গাজিয়াবাদে মৃত্যু হয় দুজনের এবং বৃষ্টিতে গ্রেটার নয়ডায় ২ জন মারা গিয়েছেন।
সবথেকে মারাত্মক বিষয় হল শ্রীনগর থেকে ফেরা একটি বিমান ঝড়ের মুখে পড়ে। পাইলটের তৎপরতায় কোনওরকমে তা অবতরণ করলেও বিমানের যথেষ্ট ক্ষতি হয়েছে। গাছ, বিদ্যুতের খুঁটি, বিজ্ঞাপনের তোরণ ভেঙে পড়ে অনেক গাড়ির ক্ষতি হয়।
সন্ধ্যারাত ৭টা ৫০ মিনিট নাগাদ নিজামুদ্দিনের কাছে লোধি রোড ফ্লাইওভারের কাছে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। সেখান দিয়ে যাওয়া বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির তিন চাকার সাইকেলের উপর পড়ে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার সকালে জানিয়েছে, দিল্লিতে শুক্র ও শনিবার ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। প্রাকৃতিক অনাসৃষ্টি ঘটলেও প্রায় ৪০ ডিগ্রিতে পৌঁছে যাওয়া দিল্লির তাপমাত্রা অনেকটা নেমে আসায় হাঁফ ছেড়ে বেঁচেছেন শহরবাসী। অন্যদিকে, জলডুবি বেঙ্গালুরুতেও ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।