শেষ আপডেট: 15th August 2024 14:12
দ্য ওয়াল ব্যুরো: সপ্তাহ দুয়েক আগেই ভারী বৃষ্টি ও তার জেরে ঘটা ভয়াবহ ভূমিধসে ভেসে গেছিল কেরলের ওয়ানাড। আবার সেই ওয়ানাডেই জোরালো বৃষ্টিপাতের পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। জারি করেছে রেড অ্যালার্ট। ফলে ফের বিপদের আশঙ্কায় সিঁটিয়ে আছে ওয়ানাড।
শুধু ওয়ানাড নয়, কেরলের উত্তরের চারটি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। কোঝিকোড়, ওয়ানাড, কান্নুর এবং কাসারাগোড় জেলায় এই সতর্কতা থাকছে। আইএমডি জানিয়েছে, এর্নাকুলাম, ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ এবং মালাপ্পুরমেও কমলা সতর্কতা জারি রয়েছে। ওয়ানাড, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোড় জেলার বৃহস্পতিবার সমস্ত স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।
কেরলের পাশাপাশি, গুজরাত নিয়েও সতর্ক করেছে আইএমডি। এই রাজ্যে ভারী বৃষ্টিপাত চলবে আগামী মাসের গোড়া পর্যন্ত। গুজরাতের বিভিন্ন রাজ্যেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া।
এছাড়াও মধ্যপ্রদেশ, কোঙ্কন ও গোয়ায় বৃষ্টি চলবে সেপ্টেম্বরের ৩ তারিখ পর্যন্ত। ছত্তীসগড়ের বিভিন্ন জেলাতেও সেপ্টেম্বরের গোড়ার দিক পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামী ২৪ ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত দিল্লি, পাঞ্জাব, চন্ডীগড়, হরিয়ানা এবং হিমাচলপ্রদেশে।