শেষ আপডেট: 7th December 2024 10:13
দ্য ওয়াল ব্যুরো: দেশের মুসলিম সমাজের সঙ্গে আলোচনায় বসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আর্জি জানিয়েছেন দিল্লির জামা মসজিদের ইমাম সৈয়দ আহমেদ বুখারি। দেশের নানা প্রান্তে মসজিদের নীচে মন্দির খোঁজার অভিযান নিয়ে উদ্বেগ জানিয়ে প্রধানমন্ত্রীকে এই আর্জি জানিয়েছেন তিনি।
দু’দিন আগে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতনের ঘটনার নিন্দা করে বিবৃতি দেন। এবার দেশের মুসলিম সমাজের উদ্বেগ নিরশনে প্রধানমন্ত্রীকে সক্রিয় হতে আর্জি জানালেন। সেই সঙ্গে দেশের মুসলিম সমাজকে পরামর্শ দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বুখারি বলেছেন, আপনার পদের মর্যাদা রক্ষা করা দরকার। বর্তমান পরিস্থিতিতে আপনার উচিত হবে মুসলিমদের হৃদয় জয় করা। যে দুষ্কৃতীরা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
শুক্রবারের প্রার্থনা সভায় তিনি বলেছেন, আমরা ১৯৪৭-এর থেকেও খারাপ সময় পাড় করছি। জানিনা ভবিষ্যৎ কোন দিকে গড়াবে। তাঁর পরামর্শ প্রধানন্ত্রীর উচিত হবে তিনজন হিন্দু ও তিনজন মুসলিম নেতৃত্বস্থানীয়কে মুখোমুখী বসিয়ে কথা বলা।
উত্তর প্রদেশের সম্ভলে জামা মসজিদে জরিপকে কেন্দ্র করে সাম্প্রতিক হিংসায় মোট চারজন নিহত হয়েছেন। এখনও সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়নি। হিন্দুপক্ষের দাবি মেনে শতাব্দি প্রাচীন মসজিদে জরিপ শুরু হয় আদালতের নির্দেশে। হিন্দুপক্ষের অবশ্য দাবি, বাবরের সময় হরিহর মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছিল।
সম্ভলের পর রাজস্থানের আজমির শরিফের দরগাকেও হিন্দু মন্দির দাবি করে হওয়া মামলায় আদালত জরিপের নির্দেশ দিয়েছে। আগেই বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহি ইদগা মসজিদ নিয়ে একই দাবি মেনে জরিপের নির্দেশ দেয় আদালত।