শেষ আপডেট: 14th October 2024 18:00
দ্য ওয়াল ব্যুরো: সোমবার স্বাস্থ্য ভবনে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও মেলেনি সমাধান। জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়ে ১০ দফা দাবি না মেটা পর্যন্ত অচলাবস্থা চলবে বলেই জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ চিকিৎসক সংগঠনগুলি। এদিন আইএমএ-র তরফে জানিয়ে দেওয়া হয়েছে মঙ্গলবার দেশজুড়ে ১২ ঘণ্টা প্রতীকী অনশনের সিদ্ধান্ত থেকে এক পাও নড়ছেন না তাঁরা।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন সূত্রে খবর, আগামীকাল দেশের সমস্ত মেডিক্যাল কলেজে অনশনে বসবেন জুনিয়র চিকিৎসকরা। সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত সেই কর্মসূচি চলবে। রবিবারই সিদ্ধান্তের কথা জানিয়েছিল আইএমএ। সোমবার স্বাস্থ্য ভবনে আড়াই ঘণ্টা বৈঠকের পর রাজ্যের পদক্ষেপ মনপসন্দ না হওয়ায় দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবা অচলের ডাক সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের।
শুধু আইএমএ-ই নয়, মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত, আটচল্লিশ ঘণ্টা প্রতীকী কর্মবিরতির ডাক দিয়েছে কলকাতার একাধিক বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া সব পরিষেবা বন্ধ থাকবে বলে চিকিৎসকদের তরফে জানানো হয়েছে। তালিকায় রয়েছে অ্যাপোলো, মণিপাল, মেডিকা, আর এন টেগোর, ফর্টিস, পিয়ারলেসের মতো হাসপাতাল। অন্যদিকে আংশিক কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে উডল্যান্ডস, সিএমআরআই, বিএম বিড়লা, কোঠারি এবং বেহালার নারায়ণা স্পেশালিটি হাসপাতালও।
তবে সময় যত গড়াচ্ছে ধর্মতলার মঞ্চে একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকরা। তাঁদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ। এই পরিস্থিতিতে প্রশাসন অবিলম্বে চিকিৎসকদের সমস্যা সমাধানে নামুক। রাজ্য প্রশাসনকে বারবার সেকথা জানিয়েও লাভ হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দ্রুত পদক্ষেপের দাবি জানানো হলেও সদর্থক কোনও ভূমিকা নেওয়া হয়নি বলে অভিযোগ।
অন্যদিকে, মঙ্গলবারই রেড রোডে কার্নিভালের দিন দ্রোহের কার্নিভালের ডাক দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। সব মিলিয়ে মঙ্গলবার পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকে নজর থাকবে।