অনশনের ছবি
শেষ আপডেট: 13th October 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো: ক’দিন আগেই আইএমএ অর্থাৎ ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছিল। বলেছিল, ডাক্তাররা অনশন করছেন। সরকারের কোনও হেলদোল নেই। দ্রুত পদক্ষেপ না করলে চরম সিদ্ধান্ত নেবে আইএমএ। আর এবার অনশনকারী ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে দেশ জুড়ে ১২ ঘণ্টার অনশিনের ডাক দিল তারা।
আইএমএ-র তরফে রোববার তাদের রাজ্য ও আঞ্চলিক শাখা প্রধানদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে মঙ্গলবার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনশনে বসবে দেশের সব রাজ্যের জুনিয়র ডাক্তাররা। সকলে তাঁদের মেডিক্যাল কলেজ ও হস্টেলগুলোতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।
এ নিয়ে আজ দুপুরে আইএমএ-র রাজ্য শাখার প্রেসিডেন্টদের নিয়ে জরুরি মিটিংও করা হবে বলে জানা গেছে। এই কর্মসূচির নেতৃত্বে থাকছে আইএমএ জুনিয়র ডক্টরস নেটওয়ার্ক এবং মেডিক্যাল স্টুডেন্টস নেটওয়ার্ক।
বস্তুত, একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকেরা। তাঁদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ। এই পরিস্থিতিতে প্রশাসন অবিলম্বে চিকিৎসকদের সমস্যা সমাধানে নামুক। রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারিও দেন আইএমএ রাজ্য শাখার চিকিৎসকেরা। জানিয়ে দেন, প্রশাসন উদ্যোগী না হলে চরম পদক্ষেপ করবেন তাঁরা।
অন্যদিকে, উৎসবের মধ্যেও মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি পেয়ে নবমীর রাতেই সাধারণ মানুষের উদ্দেশে জুনিয়র চিকিৎসকদের আহ্বান ছিল, 'আমাদের আন্দোলনকে সমর্থন জানাতে একাদশীর দিন একবেলা অরন্ধন করুন।' আন্দোলনকারীদের সেই আহ্বানে সাড়া দিয়ে রবিবার সকাল থেকে সাধারণ মানুষের ভিড় বাড়ছে ধর্মতলার ধর্নামঞ্চে।