রসিকতার সুরেই প্রত্যাঘাত করলেন হায়দরাবাদের সাংসদ। একটি সাংবাদিক সম্মেলনে ওয়েইসি জানিয়ে দিলেন, তিনি আপাতত নিজেকে পাকিস্তানের শ্যালক বলে মনে করেন। ফলে তাদের আক্রমণকে স্বাগত। এতে তাঁর কিছু এসে যায় না!
আসাদউদ্দিন ওয়েইসি
শেষ আপডেট: 18 May 2025 20:08
দ্য ওয়াল ব্যুরো: এক মাসের মধ্যে ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসির দুনিয়াটাই বদলে গিয়েছে!
কিছুদিন আগেই কেন্দ্রের সর্বদল বৈঠকে যোগ দেওয়ার সুযোগ হাতছাড়া হচ্ছিল যার, তিনিই এখন প্রবল পাকিস্তান বিরোধিতার সূত্রে খবরের শিরোনামে। পহেলগামে জঙ্গি নাশকতা, ২৬ জন নাগরিকের মৃত্যুর পর ভারতের পালটা আঘাত এবং পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংর্ঘর্ষের সূত্রে মুখ খোলেন ওয়েইসি। যে কারণে মুলুকের ওপার থেকে ধেয়ে আসতে থাকে বিদ্রূপ, কটূক্তি।
এবার রসিকতার সুরেই প্রত্যাঘাত করলেন হায়দরাবাদের সাংসদ। একটি সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বাছাই করা সাত সদস্যের দল, যারা বাইরের দুনিয়ায় পাকিস্তানের সন্ত্রাসবাদ-ঘনিষ্ঠতার পর্দাফাঁস করবে বলে ঠিক হয়েছে, সেই শিবিরে নির্বাচিত হওয়ার পর ওয়েইসি জানিয়ে দিলেন, তিনি আপাতত নিজেকে পাকিস্তানের শ্যালক বলে মনে করেন। ফলে তাদের আক্রমণকে স্বাগত। এতে তাঁর কিছু এসে যায় না!
মজার ছলে ওয়েইসি বলেন, ‘আমি পাকিস্তানের দুলা ভাই (জামাই), আর কেউ নয়। ওরা আর কোনও সুদর্শন, স্পষ্টবাদী প্রতিপক্ষ খুঁজে পায়নি। ভারত থেকে শুধু আমাকেই বেছে নিয়েছে। আমায় শুনে যাও, দেখে যাও। তাতে তোমাদের বুদ্ধি বাড়বে। মগজের মলিনতা দূর হবে। অজ্ঞানতা নাশ হবে।‘
উল্লেখ্য, দলের সবেধন নীলমণি সাংসদ হওয়ার জেরে সর্বদলীয় বৈঠক থেকে ওয়েইসির বাদ পড়ার আশঙ্কা দেখা দেয়। তার কারণ, কেন্দ্রের নির্দেশ ছিল, পহেলগামে জঙ্গি নাশকতার প্রত্যাঘাতের রূপরেখা ছকতে যে বৈঠক আয়োজিত হবে, সেখানে অন্তত পাঁচ জন সাংসদ রয়েছেন, এমন দলের প্রতিনিধি অংশ নিতে পারবেন। এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন ওয়েইসি। দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। জানান নিজের অসন্তোষের কথা। অতঃপর সিদ্ধান্ত বদলে তাঁকে মিটিংয়ে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগত আমন্ত্রণ জানান শাহ।
তারপরই চড়া সুরে পাকিস্তানকে লাগাতার আক্রমণ শানিয়েছেন ওয়েইসি। কখনও মসজিদের বাইরে বিলি করেছেন কালো আর্মব্যান্ড, কখনও সোচ্চার কণ্ঠে হুঙ্কার ছেড়েছেন ‘পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্থান জিন্দাবাদ’ স্লোগানে। নির্বাচনে তাঁর দল বিরোধী শিবিরের ভোট কাটে—এই অভিযোগে এতদিন বিজেপির ‘বি-টিম’ বলে কটাক্ষ শুনে যেতে হয়েছে যাকে, এখন সেই ওয়েইসিই দক্ষিণপন্থী অনুরাগীদের মধ্যে হঠাৎ নতুন করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন। ‘চরমপন্থী’ তকমা কিঞ্চিৎ ফিকে হতে শুরু করেছে।
প্রসঙ্গত, শুধুই নজরকাড়া হুঁশিয়ারি নয়, যুক্তি-তর্কের ঢঙেও পাকিস্তানকে একহাত নিচ্ছেন ওয়েইসি। বলেছেন, ‘পাকিস্তান সবসময় নিজেদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র বলে পরিচয় দেয়। পাকিস্তানের মাথায় রাখা উচিত, যদি ওরা কোনও দেশে ঢুকে নিরীহ নাগরিকদের হত্যা করে, তাহলে সেই দেশও চুপ করে থাকবে না। আমাদের সহনাগরিকদের আমাদেরই জমিতে মেরে তোমরা কী প্রমাণ করতে চাইছ? তোমরা তো আইসিসের মতোই আচরণ করছ।‘