শেষ আপডেট: 8th March 2025 13:01
দ্য ওয়াল ব্যুরো: শনিবার নারী দিবস (International Women’s Day)। আর সেই বিশেষ দিনেই বড়সড় কাণ্ড ঘটিয়ে বসলেন হায়দরাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির (IIT Hyderabad) অধ্যাপক পি রাজলক্ষ্মী। জানা যাচ্ছে, ১০০ জনের একটি দল নিয়ে মোট ২০ আসনের দু'টি চালকবিহীন শাটল (Driverless Shuttle) গাড়ি তৈরি করেছেন তিনি। গাড়িটির ডিজাইন থেকে শুরু করে সমস্ত প্রযুক্তির ব্যবহার দেখে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়।
নারীরা এখন আর শুধু যাত্রীর আসনেই সীমাবদ্ধ নন। ডিজাইন থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং টিমের প্রধান হিসেবে দায়িত্ব পালন, এমনকি গুরুত্বপূর্ণ পদে থেকে বড় বড় গাড়ি কোম্পানি পরিচালনা সবকিছুতেই উল্লেখযোগ্যভাবে অব্দান রাখছেন নারীরা।
অধ্যাপক পি রাজলক্ষ্মী শুধুমাত্র শটল গাড়ি তৈরি করেই তাক লাগাননি, উল্টে নিজস্ব নেভিগেশন প্রযুক্তি TIHAN-এর সাহায্যেই সেটিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন।
২০২৩ সালের অগস্টে চালু হওয়া এই গাড়ি তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার কান্দি গ্রামে অবস্থিত ইনস্টিটিউটটিতে একটি নির্দিষ্ট রুটে মানুষকে পৌঁছে দিত। তবে আইআইটি হায়দরাবাদের তৈরি সম্পূর্ণ স্বয়ংক্রিয় স্বায়ত্তশাসিত ন্যাভিগেশন প্রযুক্তি নিয়ে কাজ করছে। শুধুমাত্র ছাত্রদেরই নয়, ইনস্টিটিউটের ক্যাম্পাসে আসা সবাইকে পরিষেবা দেয়। অধ্যাপক রাজলক্ষ্মী এমনটাই জানিয়েছেন।
আইআইটি-হায়দরাবাদ এবং ন্যাশনাল মিশন অন ইন্টারডিসিপ্লিনারি সাইবার-ফিজিক্যাল সিস্টেমের অধীনে টিহানের ইঞ্জিনিয়াররা চার চাকার বৈদ্যুতিক যানগুলি তৈরি করেছেন। প্রতিটিতে রয়েছে একটি স্ক্রিন থাকে যা বিভিন্ন নেভিগেশনের জন্য একটি 3D ম্যাপের মাধ্যমে যে কোনও রুট দেখায়।
এছাড়া প্রতিটি স্টপে ১০ সেকেন্ডের জন্য থামে গাড়িটি। এরপরই স্ক্রিনের মাধ্যমে যাত্রীরা বুঝতে পারেন কখন উঠতে এবং নামতে হবে। কারণ এখানেও মেট্রো বা ট্রেনের মতো ঘোষণা করার সুবিধাও রয়েছে। এছাড়া কোনও জরুরি পরিস্থিতি দেখা দিলে গাড়ি থামানোর জন্য একটি জরুরি বোতামও রয়েছে। জানা গিয়েছে, ১৩২ কোটি টাকা খরচ করে এই প্রকল্প তৈরি হয়েছে। পাশাপাশি গাড়িতে ব্যবহৃত সমস্ত সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার ইনস্টিটিউটেই তৈরি করা হয়েছে।
চালকবিহীন এই গাড়ি দিনে ছয়বার পরিষেবা দেয় বলে খবর। সকালে তিন এবং বিকেলে তিনটি করে। একটি শাটলের আসন সংখ্যা ১৪ জন, অন্যটি ছোট হওয়ার কারণে সেখানে মাত্র ৬ জন বসতে পারেন। অধ্যাপক রাজলক্ষ্মী বলেন, পরীক্ষামূলক যানবাহনটি আইআইটি ক্যাম্পাসের ভিতরেই ১০,০০০ এরও বেশি লোককে বহন করেছে এবং ১৫,০০০ কিলোমিটারেরও বেশি পথ অতিক্রম করেছে। মূলত অফ রোডিংয়ের উদ্দেশ্যেই গাড়িটি তৈরি করা হয়েছে।