শেষ আপডেট: 14th March 2025 14:27
দ্য ওয়াল ব্যুরো: মোহালিতে (Mohali) যে বিজ্ঞানীর (Scientist) মৃত্যু হয়েছে তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশন রিসার্চ বা আইআইএসইআর-এর (IISER) সঙ্গে যুক্ত ছিলেন। যুবকের অকাল মৃত্যুতে কর্তৃপক্ষ শোকপ্রকাশ করেছে। তাঁদের এও দাবি, অভিযুক্তকে যেন কড়া শাস্তি দেওয়া হয়।
জন্মসূত্রে ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা ছিলেন অভিষেক স্বর্ণকার। বিজ্ঞানী হিসেবে অনেক নামও করেছিলেন। একাধিক আন্তর্জাতিক জার্নালে তাঁর কাজে নমুনা প্রকাশ পেয়েছে। বহুদিন সুইৎজারল্যান্ডে ছিলেন। কয়েক মাস আগেই দেশে ফিরে যুক্ত হয়েছিলেন আইআইএসইআর-এ। বাকি সকলের মতো তাঁরাও অভিষেকের এইভাবে মৃত্যু মানতে পারছেন না। কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, 'আমরা এক উজ্জ্বল ভবিষ্যৎকে হারালাম। ব্রিলিয়ান্ট মাইন্ড ছিল। এই মৃত্যু মেনে নেওয়া কঠিন। অভিযুক্তর কঠোর শাস্তি হওয়া উচিত।'
পার্কিং নিয়ে ঝামেলার জেরে তাঁকে রাস্তায় ধাক্কা মেরে ফেলে মারধর করেছিল মন্টি নামের এক প্রতিবেশী যুবক। তাতেই মৃত্যু হয়েছে অভিষেকের। এমনিতেই তাঁর কিডনির রোগ ছিল এবং ডায়েলিসিস চলছিল। স্বাভাবিকভাবেই মারের ধকল না নিতে পেরে মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই তরুণ বিজ্ঞানী। অভিষেকের পরিবার মন্টির কঠোর শাস্তির দাবি তুলেছে। ইতিমধ্যে থানায় এফআইআর-ও করা হয়েছে তাঁদের তরফে। কিন্তু মন্টি এখন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
অভিষেকের মা জানিয়েছেন, ''মন্টি বাইক দেখে বলেছিল সেটা জ্বালিয়ে দেবে। আমরা ব্যাপারটায় গুরুত্ব দিইনি। তবে অভিষেক তাঁকে বোঝাতে গেছিল যে, অন্য জায়গায় বাইক রাখলে বের করতে সমস্যা হয়। এরপরই তর্ক শুরু হয়। এরপরই ছেলে অভিযোগ জানানোর কথা বলেছিল। তাতেই আরও ক্ষুব্ধ হয়ে ওঠে মন্টি। বলে, 'তুই অভিযোগ করবি?' এরপরই ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে মারে। আমরা সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেছিলাম অভিষেককে। কিন্তু কিছু করা যায়নি।'' স্বাভাবিকভাবেই ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ মা এবং পরিবার।