শেষ আপডেট: 23rd October 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ার স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা বাড়াতে নয়া রিপোর্ট পেশ করল ইন্টারনেট গভর্নেন্স অ্যান্ড পলিসি প্রজেক্ট (আইগ্যাপ)। ফেসবুক, ইউটিউব, এক্স হ্যান্ডেল, লিঙ্কডইন, স্ন্যাপ, শেয়ার চ্যাট-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলি নিয়ম মেনে কাজ করছে কী না তারই একটি রিপোর্ট পেশ করা হয়।
রিপোর্টে ভুল তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য-সহ অনলাইন বিভিন্ন প্লাটফর্মের ক্ষতিকর বিষয়গুলি তুলে ধরা হয়েছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার একাধিক বিষয়বস্তু নিয়ে কেন উদ্বেগ বাড়ছে সে বিষয়েও আলোচনা করা হয়।
মূলত ভারতের ব্যবহারকারীদের আরও সজাগ হওয়ার কথা মনে করিয়ে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল পরিষেবা আইনের ধাঁচে কীভাবে তার ভোলবদল করা যায় তা নিয়ে একটি তুলনামূলক আলোচনাও সামনে আনা হয়েছে। মূলত কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত তা রিপোর্টে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে।
রিপোর্টে নজর রাখলে দেখা যাবে, সামঞ্জস্য নেই এমন রিপোর্টিং, স্বচ্ছতার অভাব, জটিল কোনও অভিযোগ কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় এসব নিয়েই তৈরি হয়েছে রিপোর্টটি।
পাশাপাশি এসব সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তার পথও বাতলে দেওয়া হয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, স্বচ্ছ ডিজিটাল পরিবেশ তৈরির দায়িত্ব নিয়ম মেনে করতে হবে।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একে অপরের বিভিন্ন বিষয়ে ট্রোল করতে দেখা যায়। অনেকেই তার সীমারেখা অতিক্রম করে যান। ট্রোলের শিকার হয়ে অনেকেই আত্মাহত্যার বেছে নেন। কীভাবে সে সব খারাপ প্রবণতা সমাজ থেকে ধীরে ধীরে কমানো যায় তার পথই বাতলে দিল আইগ্যাপের রিপোর্ট।