শেষ আপডেট: 4th February 2025 12:05
দ্য ওয়াল ব্যুরো: ২০০৪ সালে ভয়ঙ্কর সুনামির সাক্ষী থেকেছিল দেশ। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে তার প্রভাব পড়েছিল। তামিলনাড়ুতে ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছিল সে সময়ে। তবে অবিশ্বাস্যভাবে এক শিশু কন্যা বেঁচে যায়। তাঁকে বাঁচিয়েছিলেন জে রাধাকৃষ্ণণ, যিনি তখন নাগাপট্টিনাম জেলার জেলাশাসক ছিলেন। ২০২৫ সালে সেই মেয়েটির দাঁড়িয়ে থেকে বিয়ে দিলেন তিনি।
আইএএস রাধাকৃষ্ণণ বর্তমানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। গত রবিবার মীনা নামের ওই তরুণীর বিয়ে দিয়েছেন তিনি। ২০০৪ সালে সুনামির ঢেউয়ে যখন তামিলনাড়ুর উপকূল তোলপাড় তখন কিচারকুপ্পম গ্রামের মৎস্যজীবীদের এক অবর্জনার ডিপোতে মীনাকে পড়ে থাকতে দেখা গেছিল। সেখান থেকেই পরে তাকে উদ্ধার করেছিলেন রাধাকৃষ্ণণ।
সুনামির পর অনাথ শিশুদের জন্য তামিলনাড়ু সরকার নাগাপট্টিনামে একটি আশ্রম খুলেছিল। মীনার মতো যে সকল শিশুদের উদ্ধার করা হয়েছিল তাদের সেখানেই রাখা হয়। এই মীনা নামটিও আশ্রম থেকেই দেওয়া। তার মতোই সৌম্যা নামের আরও এক শিশু ভেলেনকান্নি বিচ থেকে উদ্ধার হয়েছিল। রাধাকৃষ্ণণ এবং তাঁর স্ত্রী পরবর্তীকালে তাদের বাবা-মা হয়ে ওঠেন।
কাজের চাপ এবং ট্রান্সফারের মাঝেও মীনা এবং সৌম্যার সঙ্গে বরাবর যোগযোগ রেখে এসেছেন রাধাকৃষ্ণণ। ২০২২ সালে সৌম্যার বিয়ে দিয়েছিলেন তিনি। গত বছর তাঁর সন্তান হয়েছে। এবার মীনার বিয়ে দিয়েছেন রাধাকৃষ্ণণ। সুনামির তাণ্ডব থেকে বেঁচে ফেরা আরও অনেকে সেই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, মীনাই সবথেকে কম বয়সি ছিল যে সুনামির বিপর্যয় থেকে রক্ষা পেয়েছিল।