অপারেশন সিঁদুর ও পরবর্তী যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করার জয়ের তিলক যাদের কপালে উঠেছে, সেই অর্জুন-বাহিনীর নাম হল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম।
মিলিত বাহিনীর একটি ছবি এখন নেটে ভাইরাল হয়ে গিয়েছে।
শেষ আপডেট: 13 May 2025 11:50
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুর ও পরবর্তী যুদ্ধে পাকিস্তানকে পর্যুদস্ত করার জয়ের তিলক যাদের কপালে উঠেছে, সেই অর্জুন-বাহিনীর নাম হল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। বিমানবাহিনীর এই বীরদের অসীম সাহস ও বীরত্বের ভূমিকাতেই গোটা দেশ আজ জয়ের আনন্দে টগবগ করে ফুটছে। এই এয়ার ডিফেন্স সিস্টেমের কারণেই দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, আঞ্চলিক শক্তি অক্ষুণ্ণ রয়ে গিয়েছে। তাঁদেরই মিলিত বাহিনীর একটি ছবি এখন নেটে ভাইরাল হয়ে গিয়েছে। আর তা হল ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড ও কন্ট্রোল সিস্টেম (IACCS)।
ভারতীয় বিমানবাহিনীর এই অফিসারদের শৌর্যবীর্যেরই পরিণতি অপারেশন সিঁদুরের সাফল্য। সরকারি এক্সবার্তায় তাঁদের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ইন্টিগ্রেটেড এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম-এর অফিসারদের ছবি, যাঁরা সিঁদুর অভিযানের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেন, দেশের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ প্রতিহত করেছে। পাকিস্তান আমাদের দেশের স্কুল, কলেজ, গুরুদ্বার ও আবাসিক এলাকায় হানাদারি চালিয়েছিল।
IACCS কী?
IACCS-এ রয়েছে ভারতীয় সেনা, নৌ ও বিমানবাহিনীতে। যার মধ্যে বিশেষত্ব হচ্ছে বিভিন্ন স্তরীয় সেন্সর এবং অস্ত্রচালনা ব্যবস্থা, নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বল্প ও ভারী প্রতিহত শক্তিসম্পন্ন ড্রোন এবং খুবই নিখুঁত ও কমান্ডো প্রশিক্ষিত সেনা-বৈমানিক। ভারতীয় বিমানবাহিনীর IACCS ছিল এই অপারেশনের মূল সমন্বয়কারী টিম। এটি হল একটি অটোমেটেড এয়ার ডিফেন্স ও কন্ট্রোল সেন্টার। যেখান থেকে বিমানবাহিনীর সমস্ত অপারেশন নিয়ন্ত্রিত হয়।
Picture of the Integrated Air Command and Control System released—crucial to the success of Operation Sindoor.#OperationSindoor pic.twitter.com/spabxZS1Pt
— MyGovIndia (@mygovindia) May 12, 2025
নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধব্যবস্থার যুগে আকাশের স্পষ্ট ও নির্দিষ্ট ছবি, যা নিখুঁত তথ্যসম্পন্ন হতে হয়, তার ডেটাবেস তৈরি করা সবথেকে জরুরি। একে রেকগনাইজড এয়ার সিচুয়েশন পিকচার (RASP) বলা হয়। এর উপরেই নির্ভর করে কোনও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া বা না-নেওয়া। এর কয়েকটি স্তর রয়েছে যেমন- এয়ার হেডকোয়ার্টার, অপারেশনাল লেভেল (কমান্ড হেডকোয়ার্টার্স) ও ট্যাকটিক্যাল লেভেল (ডিভিশনাল লেভেল)।