শেষ আপডেট: 3rd February 2025 13:47
দ্য ওয়াল ব্যুরো: বিছানায় ঘনিষ্ঠ মুহূর্তে সঙ্গীর গলা টিপে খুন করলেন তরুণী। বারবার সংসার ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন যুবক। তারই প্রতিশোধ নিলেন ওই তরুণী। রোববার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খুনের ধারায় মামলাও রুজু করে হয়েছে তাঁর বিরুদ্ধে।
ঘটনা উত্তরপ্রদেশের বরেলীর। বাড়ির সামনে থেকে ক'দিন আগেই ইকবাল নামে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছিল। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত তরুণী খুন করার কথা স্বীকার করে নিয়েছেন। জানিয়ে দেন, এছাড়া আর কোনও উপায় ছিল না তাঁর।
অভিযুক্তের কথায়, প্রায়ই ইকবাল শাড়ির ব্যবসা করতে তাঁদের গ্রামে আসতেন। তখনই আলাপ দু'জনের। পরে ঘনিষ্ঠতা বাড়ে দু'জনের মধ্যে। ফোন নম্বর চালাচালি হয়। প্রায়ই কথা বলতেন ফোনে।
তরুণীর বক্তব্য, একদিন তাঁকে নিজের বাড়িতে ডাকেন যুবক। প্রস্তাব দেন শারীরিক সম্পর্কের। তাতে ওই তরুণী রাজি ছিলেন না। অভিযোগ, এর পর থেকেই দু'জনের ফোনে কথোপকথনের রেকর্ডিং নিয়ে ব্ল্যাকমেল শুরু করেন ইকবাল। জানান, প্রস্তাবে রাজি না হলেই সেই রেকর্ডিং তরুণীর স্বামীর কাছে পাঠিয়ে দেবেন।
স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে বুধবার রাতে ইকবালের বাড়িতে গিয়েছিলেন তরুণী। পুলিশকে তিনি জানান, সেখানেই তাঁর বুকের উপর উঠে, ঘনিষ্ঠ মুহূর্তে এক হাতে মুখ চেপে ধরে অন্য হাতে যুবকের গলা টিপে খুন করেন তিনি। নিজের পরিবার বাঁচাতে খুন করা ছাড়া আর কোনও উপায় ছিল না বলেও জানান তরুণী।