Date : 15th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
SSC: চাকরিহারা যোগ্য শিক্ষকদের অনশনের দ্বিতীয় দিন, স্বাস্থ্য পরীক্ষা করতে এল মেডিকেল টিমঅসুস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বেসরকারি হাসপাতালের ক্রিটিকাল কেয়ারে চলছে চিকিৎসাপ্রযোজককে অপহরণ! অভিনেত্রী পূজার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ শ্যামসুন্দরেরসমুদ্রে মৎস্যজীবীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ রাজ্যের, বসানো হচ্ছে ইসরোর নতুন যন্ত্রনিহতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য এয়ার ইন্ডিয়ার, ক্ষতিপূরণ পাবেন একমাত্র জীবিত যাত্রীওকাশ্মীরে ধাপে ধাপে খুলছে ১৬টি পর্যটন কেন্দ্র, পহেলগামকাণ্ডের পর সবুজ সংকেত পর্যটকদেরত্বকের নানা সমস্যায় মুশকিল আসান হতে পারে 'কেমিক্যাল পিল', তবে কিছু জিনিস না জানলেই নয়ডিএনএ মিলেছে ৯ জনের, বিমান দুর্ঘটনার পর প্রথম দেহ তুলে দেওয়া হল পরিবারের হাতেবিলাসবহুল এসি গাড়ি ভাড়া করে ছাগল চুরি ! চোরের কীর্তি দেখে অবাক পুলিশ কর্তারাNEET Result : উচ্চ-মাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণের নজরকাড়া ফল নিটেও, দেশে কুড়িতম স্থান
Jyoti on Marriage to Pakistani Spy

'বিয়ে করতে চাই...' পাক গোয়েন্দাকে বলেন জ্যোতি! হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এল বিস্ফোরক তথ্য

ভারতীয় সেনার তথ্য পাচার, পাকিস্তানি গোয়েন্দার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক! ইউটিউবার জ্যোতি মালহোত্রা গ্রেফতার, হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এল বিস্ফোরক তথ্য

'বিয়ে করতে চাই...' পাক গোয়েন্দাকে বলেন জ্যোতি! হোয়াটসঅ্যাপ চ্যাটে উঠে এল বিস্ফোরক তথ্য

জ্যোতি মালহোত্রা

শেষ আপডেট: 21 May 2025 20:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে ইউটিউবার ও ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়ানার হিসার জেলার বাসিন্দা ৩৩ বছরের এই তরুণী ‘ট্র্যাভেল উইথ জো’ নামে একটি ইউটিউব চ্যানেল চালাতেন। তদন্তে উঠে এসেছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই (Inter Services Intelligence)-এর এক অফিসার আলি হাসানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। হোয়াটসঅ্যাপে হাসানের সঙ্গে তাঁর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশট এখন তদন্তকারীদের হাতে এসেছে।

দেখা গেছে, ওই পাকিস্তানি অফিসারের সঙ্গে জ্যোতির কথোপকথনে স্পষ্ট হয়েছে তাঁদের সম্পর্ক। একটি চ্যাটে মালহোত্রা হাসানকে লেখেন, 'গেট মি ম্যারিড ইন পাকিস্তান'—এই বার্তাটিই তাঁর পাকিস্তানের প্রতি টান এবং ওই দেশের সঙ্গে যোগের ইঙ্গিত স্পষ্ট করছে। শুধু তাই নয়, তাঁদের কথোপকথনের মধ্যে অনেক সাংকেতিক বার্তাও ছিল, যার বেশ কিছু ভারতের গোপন সামরিক বিষয় সম্পর্কিত, এমনটাই দাবি করেছে পুলিশ।

সূত্রের খবর, মালহোত্রার নামে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গেছে, যার মধ্যে একটিতে দুবাই থেকে টাকা এসেছে। এই অর্থ কোথা থেকে এবং কী উদ্দেশ্যে এসেছিল তা জানার জন্য তদন্তকারীরা এখন তাঁর সমস্ত ব্যাঙ্কের লেনদেন খতিয়ে দেখছেন।

মালহোত্রা পাকিস্তানে অন্তত দু’বার গেছেন। ওই সফরের সময় দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের অফিসার রহিমের সঙ্গে তাঁর পরিচয় হয়, যিনি পরে তাঁকে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যুক্ত করে দেন। ভারতে ফিরে আসার পরও জ্যোতি তাঁর পাকিস্তানি 'হ্যান্ডলার'দের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন এবং তাঁদের সঙ্গে সেনা গতিবিধি সংক্রান্ত তথ্য আদানপ্রদান করতেন বলে অভিযোগ।

এই প্রসঙ্গে মালহোত্রার বাবার বিবৃতিতে প্রথমে বিভ্রান্তি দেখা দিয়েছিল। শুরুতে তিনি বলেন, তাঁর মেয়ে পাকিস্তানে ভিডিও বানাতে গিয়েছিলেন। পরে অবশ্য তিনি বলেন, তাঁর মেয়ে দিল্লি যাচ্ছে বলেই জানিয়েছিলেন, পাকিস্তানের কথা কিছু বলেননি বাড়িতে।

তদন্তে আরও জানা গেছে, এই ইউটিউবার ছাড়াও গত এক সপ্তাহে আরও অন্তত ডজনখানেক ব্যক্তি গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন এক ছাত্র, এক সিকিউরিটি গার্ড এবং এক ব্যবসায়ী। এঁদের মধ্যে অনেককেই গ্রেফতার করা হয়েছে হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশ থেকে।

ভারত-পাকিস্তান সম্পর্ক ফের উত্তপ্ত হয়ে ওঠার প্রেক্ষিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি নজরদারি বাড়াতেই এই ধরনের জালিয়াতির ঘটনা সামনে আসছে।


ভিডিও স্টোরি