শেষ আপডেট: 9th November 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভার প্রথম দফা ভোট গ্রহণ। তার ঠিক আগে শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে হানা দিল আয়কর বিভাগ। ভোটের মুখে এজেন্সি হানা নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের রাঁচির বাড়ি-সহ ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা।
ইতিমধ্যে আয়কর হানার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
#WATCH | Jharkhand: Raid by a central agency underway at the residence of Sunil Srivastava, personal secretary of CM Hemant Soren, in Ranchi
— ANI (@ANI) November 9, 2024
More details awaited. pic.twitter.com/Vd5bNiRPoB
জানা যাচ্ছে, রাঁচির অশোকনগরের পাশাপাশি জামশেদপুরেও বাড়ি রয়েছে সুনীল শ্রীবাস্তবের। দুটি এলাকা মিলিয়ে তাঁর অফিস, বাড়ি-সহ মোট ৯টি জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান তা স্পষ্ট নয়।