শেষ আপডেট: 26th November 2024 18:35
দ্য ওয়াল ব্যুরো: লুচি খেতে কার না ভাল লাগে! কিন্তু তা খেয়ে কারও মৃত্যু হতে পারে এমন কথা শুনলে ভিরমি স্বাভাবিক। কিন্তু হল সেটাই। একসঙ্গে তিনটেরও বেশি লুচি খেতে গিয়ে মৃত্যু হল নাবালক পড়ুয়ার। শুনে একটু খটমট লাগলেও এমনটাই হয়েছে হায়দরাবাদে।
পুলিশ সূত্রে খবর, ১১ বছর বয়সি ওই পড়ুয়ার নাম বীরেন জৈন। সেকেন্দ্রাবাদের বেগমপেট এলাকার একটি বেসরকারি স্কুলে পড়ত সে। সোমবার দুপুরে টিফিন খাওয়ার সময় এমন কাণ্ড ঘটে যায় বলে অভিযোগ বাবা গৌতম জৈনের।
ঘটনার পরই থানায় লিখিত অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেগমপেট থানার পুলিশ। মৃতের বাবা পুলিশকে জানিয়েছেন, সোমবার দুপুরে আচমকাই স্কুলের তরফে তাঁর কাছে একটি ফোন আসে। তাঁকে জানানো হয় ছেলে হাসপাতালে ভর্তি। এরপর সেখানে পৌঁছতেই তিনি দেখেন ছেলে আর বেঁচে নেই।
তদন্তে নেমে অক্ষর বাগদেবী ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে বীরেনের সহপাঠীদের থেকে পুরো বিষয়টি জানার চেষ্টা করে পুলিশ। তখনই জানা যায় সোমবার দুপুরে স্কুলে টিফিন খাওয়ার সময় একসঙ্গে তিনটি লুচি খেয়ে নিয়েছিল ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গলায় লুচি আটকে যাওয়ার খবর পেতেই শিক্ষকরা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা বীরেনকে মৃত ঘোষণা করেন।
ঘটনায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে মৃত ছাত্রের বাবা। তাঁর অভিযোগ, স্কুল কোনওভাবেই এই দায় এড়াতে পারে না। একসঙ্গে অত লুচি খাওয়ার জন্য তাঁকে কেউ জোর করেও থাকতে পারে বলে অভিযোগ।
পুলিশ জানিয়েছে, ওই পড়ুয়ার খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। শিক্ষকরা অনেক চেষ্টা করলেও তাঁকে বাঁচানো যায়নি। তবে ঘটনায় অস্বাভাবিক কিছু এখনও পাওয়া যায়নি বলেই মত তদন্তকারীদের।