শেষ আপডেট: 12th March 2025 18:57
দ্য ওয়াল ব্যুরো: সাধ হয়েছিল মাটন কারি খাওয়ার। সে কারণে মাঝরাতে স্ত্রীকে রান্না বসানোর নির্দেশ দিয়েছিলেন। কিন্তু স্বামীর আবদার শোনা মাত্রই সোজা জানিয়েছিলেন এত রাতে রান্না করা সম্ভব নয়। সেই রাগেই নিজের স্ত্রীকে খুন করল স্বামী।
তেলঙ্গানার মাহাবুবাবাদের ঘটনা। পুলিশ সূত্রে খবর, মহিলার নাম মালোত কলাবতী, বয়স মেরেকেটে ৩৫ বছর। কলাবতীর মায়ের অভিযোগ, বুধবার মাঝরাতে তাঁর মেয়ের সঙ্গে জামাইয়ের ঝগড়া লাগে।
মেয়ে ঘুমিয়ে পড়লেও মাঝরাতে তাঁকে ডেকে মাংস রান্নার জন্য জোর করে জামাই। কিন্তু ঘুমের মধ্যে থাকায় স্বামীর আবদার মানেনি মেয়ে। এরপরই শুরু হয় ঝামেলা। পরে তা ভয়াবহ আকার নেয়।
কলাবতীর মায়ের আরও অভিযোগ, তাঁর মেয়েকে পিটিয়ে খুন করেছে জামাই। পরে তিনিই পুলিশের কাছে গিয়ে পুরো বিষয়টি জানালে বুধবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। বেধড়ক মার খেয়েই এমন পরিণতি নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
ঘটনাকে কেন্দ্র করে মেহবুবাবাদে চাঞ্চল্য ছড়িয়েছে। সামান্য মাটন রান্না করতে বলায় একজন মহিলার মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে। আবার কেউ কেউ মনে করছেন, গার্হস্থ্য হিংসার কারণেই এমন পরিণতি।