দ্য ওয়াল ব্যুরো: কেরলে ওয়েনাড জেলার পার্বত্য এলাকায় ভয়াবহ ভূমিধস! ধ্বংসস্তূপের তলায় আটকে পড়েছেন অন্তত শতাধিক মানুষ! আজ, মঙ্গলবার ভোরের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই দমকল বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের (এনডিআরএফ) সদস্যরা উদ্ধার কাজে নেমেছেন।
স্থানীয় সূত্রের খবর, একটানা ভারী বৃষ্টির জন্যই এলাকায় আচমকা ধস নামে এবং আটকে পড়েন বহু মানুষ। বৃষ্টির মধ্যেই কোনওরকমে চলছে উদ্ধারকাজ। এক বছরের এক শিশুর মারা যাওয়ার খবর শোনা যাচ্ছে, এখনও নিশ্চিত করেনি সরকারি সূত্র।