শেষ আপডেট: 17th February 2025 15:44
দ্য ওয়াল ব্যুরো: রুটিন মাফিক অডিট চলছিল। তাতেই ধরা পড়ল ১২২ কোটি টাকা চুরির ঘটনা! মুম্বইয়ের নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কের আর্থিক লেনদেনে তাই নিষেধাজ্ঞা চাপিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাতে সাময়িক সমস্যায় তো পড়েছেন গ্রাহকরা, তবে পরিষেবা দ্রুত স্বাভাবিক হয়ে যাবে বলে আশ্বাস মিলেছে। কিন্তু কীভাবে এত বড় চুরি ধরা পড়ল?
নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্কে গত ১২ ফেব্রুয়ারি অডিট চলছিল। হিসেব-নিকেশের সময়ই ব্যাঙ্কের প্রভাদেবী এবং গোরেগাঁও ব্রাঞ্চে অনিয়ম ধরা পড়ে আরবিআই আধিকারিকদের চোখে। এরপর একই সঙ্গে দুই ব্রাঞ্চে পৃথক আরবিআই-এর টিম গিয়ে লকার খোলে এবং টাকা গুনতে শুরু করে। বেশ কয়েক ঘণ্টা টাকা গোনার পর তাঁরা বুঝতে পারে অন্তত ১২২ কোটি টাকা চুরি হয়েছে! তবে রেজিস্টারে তার কোনও উল্লেখ ছিল না। এতএব, একটা বিষয় স্পষ্ট ছিল, ব্যাঙ্কের কোনও কর্মীই এই কাজে জড়িত।
টাকা চুরির বিষয়টি প্রকাশ্যে আসার পরই ওই ব্যাঙ্কের সকল সিনিয়র কর্মীদের তলব করে আরবিআই-এর টিম। প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করে ব্যাঙ্কের প্রাক্তন জেনারেল ম্যানেজার হিতেশ মেহতার নাম আসে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই বিরাট তথ্য হাতে পায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা যায়, গত ৫ বছর ধরে ব্যাঙ্ক থেকে টাকা সরাচ্ছিলেন তিনি।
প্রথমে সবার মধ্যে ডেকেই প্রশ্ন করা হয়েছিল হিতেশকে। তবে তিনি কিছুই বলতে চাননি। পরে আরবিআই টিম অন্য এক ঘরে হিতেশকে নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ করার পর হিতেশ স্বীকার করেন, ২০২০ সালের করোনাকালের পর থেকে তিনি অল্প অল্প করে টাকা সরিয়েছেন। আত্মীয়-স্বজনদের সেই টাকা ধার দিতেন তিনি। এইভাবে ১২২ কোটি প্রতারণা করেছেন শেষ ৫ বছরে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।