তিনি এও বলেন, "পাকিস্তানে সাধারণ মানুষের নাগরিক সুরক্ষা বলে কিছু নেই। কারণ, ওরা সাধারণ মানুষ আর জঙ্গির মধ্যে কোনও পার্থক্য করে না।"
পার্বথানেনী হরিশ।
শেষ আপডেট: 24 May 2025 12:34
দ্য ওযাল ব্যুরো: কাশ্মীরের পহেলগামে (Pahalgam) নিরীহ পর্যটকদের হত্যার জবাবে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত (India)। পাকিস্তানের মদতেই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ মাথা চাড়া দিচ্ছে তা সারা বিশ্বকে জানাতে ইতিমধ্যে একাধিক প্রতিনিধি দল পাঠিয়েছে ভারত। এবার সন্ত্রাসবাদের প্রশ্নে আন্তর্জাতিক মঞ্চে (United States Security Council ) পাকিস্তানের নগ্ন চেহারাটা তুলে ধরল ভারত।
পাকিস্তান কীভাবে জঙ্গিদের লালন পালন করে, সে দেশে সাধারণ মানুষের যে কথা বলার অধিকারটুকুও নেই, শুক্রবার রাষ্ট্রপুঞ্জের বৈঠকে তা বিস্তারিতভাবে তুলে ধরলেন ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ। হরিশের আগে বক্তব্য রাখেন পাকিস্তানের রাষ্ট্রদূত অসীম ইফতিখার আহমেদ। তিনি তাঁর বক্তব্যে কাশ্মীর সমস্যা তুলে ধরেন। এরপরই জবাব দিতে উঠে পাকিস্তান কীভাবে সন্ত্রাসবাদীদের মদত দেয় তার পুঙ্খানপুঙ্খ বিবরণ তুলে ধরেন হরিশ।
রাষ্ট্রপুঞ্জের বৈঠকে তিনি এও বলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক কাশ্মীরে জঙ্গি হানার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত যখন একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছিল তখন ভারতের সীমান্ত এলাকার গুরুদ্বার, মন্দির এবং স্কুলগুলিকে টার্গেট করেছিল ওরা। ওদের হামলায় ২০ জনেরও বেশি সাধারণ মানুষ নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।
তিনি এও বলেন, "পাকিস্তানে সাধারণ মানুষের নাগরিক সুরক্ষা বলে কিছু নেই। কারণ, ওরা সাধারণ মানুষ আর জঙ্গির মধ্যে কোনও পার্থক্য করে না।" কীভাবে গত কয়েক দশক ধরে সীমান্তে পাকিস্তানের মদত পুষ্ট জঙ্গি হামলার শিকার হতে হচ্ছে তারও পরিসংখ্যান তুলে ধরেন পার্বথানেনী হরিশ। এ প্রসঙ্গে টেনে আনেন ২৬/১১ মুম্বই হামলার ঘটনাও।