Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
জাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকারকোনও গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই! ২১ জুলাই বিজেপির 'উত্তরকন্যা অভিযান' প্রসঙ্গে মমতাবাংলাভাষীদের উপর আক্রমণ, অনেক দিন পর একসঙ্গে মিছিলে হাঁটবেন মমতা-অভিষেকচন্দননগরের নামী স্কুলে ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ, প্রধান শিক্ষক আটক
Operation Sindoor

পায়ের ছাপে শত্রু চেনেন 'পাগি'রা! অপারেশন সিঁদুরে সেনাদের পথ দেখায় গুজরাতের এই গাইড-দল

'পাগি' শব্দের অর্থ 'গাইড' বা 'স্কাউট'। এরা কচ্ছের স্থানীয় বাসিন্দা, যারা খালি পায়ে হেঁটে মরুভুমিতে নজরদারি চালান। 

পায়ের ছাপে শত্রু চেনেন 'পাগি'রা! অপারেশন সিঁদুরে সেনাদের পথ দেখায় গুজরাতের এই গাইড-দল

ছবি- গুগল

শেষ আপডেট: 29 May 2025 13:44

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতের কচ্ছের সাদা মরুভূমিতে পায়ের ছাপ দেখলেই শত্রুদের চিনে ফেলেন 'পাগি'রা (Pagi)। যতই আধুনিক প্রযুক্তি থাকুক না কেন, সীমান্তরক্ষী বাহিনী এখনও তাঁদের উপরেই ভরসা করেন।

'পাগি' শব্দের অর্থ 'গাইড' বা 'স্কাউট'। এরা কচ্ছের স্থানীয় বাসিন্দা, যারা খালি পায়ে হেঁটে মরুভূমিতে নজরদারি চালান। বালির উপর সামান্য চিহ্নও নজর এড়ায় না তাঁদের। সেই ছাপ ব চিহ্ন দেখেই বলে বুঝে যান, কতজন লোক সেখানে হেঁটেছে, তাঁরা পুরুষ নাকি নারী, এমনকি তাঁদের ওজন, উচ্চতা সবকিছুই হিসেব করে নিতে পারেন।

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) পর 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) অভিযান চালায় ভারত। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের (PoK) ৯ জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। এরপরই পাকিস্তানের তরফে পাল্টা হামলা চালানো হয়। সীমান্তে পাক ড্রোন হামলা ব্যর্থ করে ভারত। দুই দেশের সংঘর্ষের সময় ডাক পড়ে পাগিদের।

গুজরাত-পাকিস্তান সীমান্ত ৫০৮ কিলোমিটার জুড়ে বিস্তৃত। যার বড় অংশ হল কচ্ছের রণভূমি- একটি বিস্তীর্ণ সাদা মরুভূমি, যেখানে নিয়মিত টহলদারি অসম্ভব। এই কারণেই সেনাবাহিনী পাগিদের উপর নির্ভর করে।

রণছোর দাস রবারি- ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় সেনাকে (Indian Army) সাহায্য করেছিলেন। ইতিহাসের পাতায় আজও তাঁর নাম উজ্জ্বল। তাঁকে 'পাগি' উপাধিতে ভূষিত করা হয়েছিল। তাঁর নামে সীমান্তে চেকপোস্ট রয়েছে। গুজরাতের স্কুলের পাঠ্যবইতেও তাঁর উল্লেখ রয়েছে। বলিউডের 'ভূজ- দ্য প্রাইড অফ ইন্ডিয়া'- সিনেমায় রণছোর দাসের চরিত্রে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত।

জানা যায়, 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) আবহে ৭১ বছর বয়সি ওসমান আবদুল্লাহ নামোরিকেও ডেকে পাঠানো হয়েছিল। প্রসঙ্গত, তিনি অনেক আগেই 'পাগি'র দায়িত্ব থেকে অবসর নিয়েছিলেন। ওসমান আবদুল্লাহ বলেন, 'চোখ দুর্বল হলেও এখনও চিহ্ন চিনতে ভুল হয় না।'

কচ্ছ পশ্চিমের পুলিশ সুপারিনটেনডেন্ট বিকাশ শুন্ডা বলেন, 'অপারেশন সিঁদুরের সময় আমরা পাগিদের বিশেষ ক্ষমতার সুবিধা লাভ করেছি। সীমান্ত এলাকায় পর্যাপ্ত সংখ্যক পাগি রয়েছেন যারা দেশ রক্ষায় আমাদের জন্য কাজ করেন।' পাকিস্তান থেকে শত্রুরা গুজরাতের দিকে আসছে কি না, তা জানতে সাহায্য করেছিলেন 'পাগি'রাই।

পাকিস্তান সীমান্তের ১৬৮ কিলোমিটার বিস্তৃত এলাকায় কাঁটাতার দেওয়া সম্ভব নয়, বিএসএফ এখানে কড়া নজরদারি চালায়। তবে পাগিদের দক্ষতার প্রয়োজন পড়ে। তাঁরা সীমান্তরক্ষীদের 'পথপ্রদর্শক' হিসেবেও কাজ করেন।  কেবল যুদ্ধকালীন পরিস্থিতিতেই নয়, মাদক-সহ অন্যান্য চোরাচালান রোধ করতেও পাগিদের ভূমিকা গুরুত্বপূর্ণ।


ভিডিও স্টোরি