শেষ আপডেট: 9th November 2024 13:27
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার প্রেসিডেন্টের মাইনে কত? হোয়াইট হাইসে দ্বিতীয়বার বসতে চলা ডোনাল্ড ট্রাম্প কত বেশি টাকা বেতন পাবেন তাঁর বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে? ট্রাম্প বেতন ছাড়াও পাবেন বিলাসবহুল আবাস, এয়ার ফোর্স ওয়ান, মেরিন ওয়ান, একঝাঁক লিমুজিন এবং ২৪ ঘণ্টার নিরাপত্তারক্ষী। সব মিলিয়ে হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বার্ষিক স্যালারি প্যাকেজ হবে ৪ কোটি ৮০ লক্ষ ১৪ হাজার ১২ টাকার মতো।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের চালকের আসনে বসে বছরে মাইনে পাচ্ছেন ১৯ লক্ষ ৯২ হাজার টাকার মতো। এর মধ্যে সংসদীয় ভাতা ৪৫ হাজার টাকা। ব্যয় ভাতা ৩ হাজার এবং রোজকার ভাতা ২ হাজার, মূল বেতন ৫০ হাজার টাকা। এছাড়া বিনা ভাড়ায় ৭ লোককল্যাণ মার্গের আবাসস্থল। তাঁর নিরাপত্তায় থাকে স্পেশাল প্রটেকশন গ্রুপ বা এসপিজি। দেশের একটি এলিট নিরাপত্তা ইউনিট, যাঁরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর দেহরক্ষায় আত্ম বলিদান দিতেও পিছপা হবেন না। প্রধানমন্ত্রী মোদীর জন্যও রয়েছে এয়ার ইন্ডিয়া ওয়ান, যার দায়িত্ব রয়েছে ভারতীয় বিমান বাহিনী।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প মূল বেতন হিসেবে পাবেন ৩ কোটি ৩৭ লক্ষ ৫৩ হাজার ২৬০ টাকা। এর সঙ্গে থাকছে বেশকিছু ভাতা এবং নন-স্যালারি সুবিধা। ২০০১ সালে মার্কিন কংগ্রেস এই বেতন কাঠামো স্থির করে, যা এখনও পরিবর্তিত হয়নি। ট্রাম্প পোশাক ও অন্যান্য ভাতা হিসেবে পাবেন ৪২ লক্ষ টাকা। বিনোদন ভাতা ১৬ লক্ষ টাকা। হোয়াইট হাউস মেরামত বা সাজানোর জন্য ৮৪ লক্ষ টাকা এবং ট্রাভেল ভাতা ৮৪ লক্ষ টাকা। এগুলির সবই বার্ষিক এবং করমুক্ত।