পুলিশ জেরায় মোনা স্বীকার করেছেন, তিনিই পরিচয় ভাঁড়িয়ে অ্যাকাডেমিতে প্রবেশ করেছিলেন। তাঁর দাবি, পরিবারের চোখে ‘গর্বের মেয়ে’ হয়ে উঠতেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি।
মোনা বাগেলিয়া ওরফে মুলি দেবী।
শেষ আপডেট: 5 July 2025 17:27
দ্য ওয়াল ব্যুরো: দু'বছর ধরে উর্দি পরে দিব্যি কুচকাওয়াজ, প্রশিক্ষণ, বক্তৃতা—সবই চালিয়ে যাচ্ছিলেন এক তরুণী। পুলিশকর্মী হিসেবেই নিজের পরিচয় দিচ্ছিলেন। অথচ বাস্তবটা ছিল একেবারে উল্টো। রাজস্থান পুলিশ অ্যাকাডেমিতে (Rajasthan Police Academy ) অনুপ্রবেশ করে ভুয়ো পরিচয়ে (Faked Identity) দু’বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছিলেন মোনা বাগেলিয়া ওরফে মুলি দেবী (Mooli Devi)। শেষমেশ ধরা পড়লেন পুলিশের হাতেই।
রাজস্থান পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালের রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষায় বসেছিলেন মোনা। কিন্তু পাশ করতে পারেননি। তারপরেই শুরু পরিকল্পিত প্রতারণা। অভিযোগ, ভুয়ো নথি বানিয়ে অ্যাকাডেমির পুরনো এক ক্রীড়াবিদ ক্যাডেটের পরিচয় ভাঁড়িয়ে ঢুকে পড়েন মোনা। ক্রীড়াবিদদের সংরক্ষিত কোটার সুযোগও কাজে লাগান তিনি।
সেখানেই শেষ নয়। ওই পরিচয়েই তিনি রাজস্থান পুলিশ অ্যাকাডেমিতে কুচকাওয়াজে অংশ নেন, কিছু সেমিনারে বক্তৃতা দেন, ক্যাম্পাসে ঘুরে বেড়ান সিনিয়র অফিসারদের সঙ্গে। এমনকি, রাজ্যের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের সঙ্গে তোলা তাঁর ছবিও ভাইরাল হয়েছে।
তবে শেষরক্ষা হয়নি। অ্যাকাডেমিরই কয়েক জন প্রশিক্ষণরত সাব-ইনস্পেক্টরের সন্দেহ হয় মোনার আচরণ দেখে। তাঁরা বিষয়টি জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। শুরু হয় অভ্যন্তরীণ তদন্ত। তখনই একে একে প্রকাশ্যে আসে বিস্ফোরক তথ্য। জানা যায়, মোনা কোনও দিনই পুলিশে চাকরি পাননি।
এর পর থেকেই গা-ঢাকা দেন ওই তরুণী। ২০২৩ সালে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়। অবশেষে চলতি সপ্তাহে রাজস্থানের সিকার জেলা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জেরায় মোনা স্বীকার করেছেন, তিনিই পরিচয় ভাঁড়িয়ে অ্যাকাডেমিতে প্রবেশ করেছিলেন। তাঁর দাবি, পরিবারের চোখে ‘গর্বের মেয়ে’ হয়ে উঠতেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি।
সিকার জেলার একটি ভাড়াবাড়িতে হানা দিয়ে পুলিশ উদ্ধার করেছে নগদ ৭ লক্ষ টাকা, পুলিশের তিনটি উর্দি, রাজস্থান পুলিশ অ্যাকাডেমির কিছু পরীক্ষার প্রশ্নপত্র এবং একাধিক ভুয়ো নথিপত্র।
মোনার বাড়ি রাজস্থানের নাগাউর জেলায়। তাঁর বাবা পেশায় ট্রাকচালক। পরিবারে রয়েছেন আরও চার বোন। তদন্তকারীদের প্রশ্ন, কী ভাবে কড়া নজরদারির মধ্যেও পুলিশের অ্যাকাডেমিতে এ ভাবে প্রবেশ করলেন এক ভুয়ো ‘কর্মী’? রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাতেই কি বড়সড় ফাঁক রয়ে গিয়েছে? এখন সেই সব প্রশ্নেরই উত্তর খুঁজছে রাজস্থান পুলিশ।